আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামে ঢিলেঢালা হরতাল

সকাল থেকেই নগরীর সড়কগুলোতে রিকশা, অটোরিকশার পাশাপাশি বিভিন্ন রুটের বাস চলতে দেখা যায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আবদুর রউফ বলেন, সকাল থেকে নগরীর কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। যান চলাচলও অনেকটা স্বাভাবিক রয়েছে।
অবশ্য সকাল ১০টার দিকে নগরীর উপকণ্ঠ চান্দগাঁওয়ের মৌলভী পুকুর পাড় এলাকায় একটি অটোরিক্সায় আগুন দেয় হরতালকারীরা।

এসময় বেশ কয়েকটি যানবাহনও ভাংচুর করে তারা।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয় বলে সহকারী কমিশনার রউফ জানান।
চট্টগ্রাম থেকে দূর পাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও রেল চলাচল স্বাভাবিক রয়েছে।
এদিকে, কাজীর দেউড়ি থেকে নেভাল অ্যাভিনিউ পর্যন্ত নগর বিএনপির নগর কার্যালয়ের সামনের সড়ক বন্ধ করে রেখেছে পুলিশ।
সেখানে সাবেক মন্ত্রী মীর নাছির ও গোলাম আকবর খন্দকারসহ বিএনপি ও এর সগযোগী বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা অবস্থান করছেন।


দলীয় কার্যালয়ের চারপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি থাকলেও তাদের বাধা দেয়া হচ্ছে না।
তবে হরতালের সমর্থনে বিরোধী দলীয় জোটের শরিক অন্য কোনো দলের কোনো তৎপরতা দেখা যায়নি।
নগরীর ব্যাংক- বীমা ও সরকারি অফিসে স্বাভাবিক কার্যক্রম চলছে, তৈরি পোশাক কারখানাগুলোতেও নিয়মিত কাজ চলছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.