বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আমরা সবাই শাশ্বতর কথা জানি। বেশ কয়েকদিন ধরেই ব্লগে এটা নিয়ে অনেকবার অনেক কথা উচ্চারিত হচ্ছে। সবাই এপ্রিশিয়েট করেছে এটাকে।
গতকালের মিটিং নিয়ে বেশ কয়েকটা পোষ্ট এসেছে আজকে ও গতকাল রাতেই।
এখানে একটা জিনিস পরিষ্কার করা উচিত সেটা হলো, কালকের মিটিং এর সাথে হোটেলে বসে চা নাস্তা খাওয়াটা পুরোপুরি দুটো ভিন্ন ব্যাপার। একসাথে একনজরে দেখবেন না।
কারো কারো মন্তব্য আমাদের পুরো কার্যক্রমকে বাধাগ্রস্থ করতে পারে এবং করছে। আমাদের মধ্যে কেউ কেউ হয় নিজেকে উথড্রো করে নিতে চাইছেন এই কাজ থেকে। কিন্তু না।
একটা কথা স্পষ্ট করে সেই সব মন্তব্যকারী এবং পোষ্টদানকারীদের বলে দিতে চাই। আপনারা সবসময় ভাল কোন জিনিস বাঁকা চোখে দেখেন। আর আপনাদের কারণে আমার যাত্রা থেকে থাকবে না।
শাশ্বতর জন্য আমরা কাজ করে যাবই। আর আমরা সব ব্লগার বন্ধুরা একজায়গাতে হলে এমন আড্ডা দিতেই পারি।
আপনারাও সেই আড্ডায় শরীক হতে পারেন। স্বাগতম।
এখানে লক্ষ্য করবেন, আমরা পাবলিক লাইব্রেরীর সিড়িতে বসে মিটিং করছিলাম। সেখানে আমরা আমাদের করণীয় বিষয় নিয়ে সিরিয়াসলি আলাপ করছিলাম। কিন্তু মিটিং শেষে সেখানকার একটা রেষ্টুরেন্টে বসে সন্ধ্যায় চা নাস্তা খাচ্ছিলাম।
সেগুলোই আপনারা ছবিতে দেখেছেন।
এইদুটো বিষয়কে এক নজরে দেখবেন না।
আপনারা যদি কেউ শাশ্বতর ব্যাপারে অনিচ্ছুক থাকেন তবে এ ব্যাপারে কোন মন্তব্য দান থেকে দুরে থাকার অনুরোধ করছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।