এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
প্রথম কোন সফটওয়্যারের রিভিউ লিখতে বসলাম।
মাথায় কোন আইডিয়া আসছিল না পোস্ট লেখার। ঠিক করলাম একটা এন্টিভাইরাস নিয়ে লিখবো। এটাই ভাল।
এখন ইন্টারনেট ইউজারদের প্রায় সময়ই মোলাকাত হয় ভাইরাসের সঙ্গে। বলতে গেলে প্রায় আমরা ভাইরাসের সাথেই বসবাস করছি।
ভাইরাসের সাথে বসবাস কিন্তু মোটেও সুখকর নয়।
অনেক হল ভাইরাস নিয়ে কথা। এবার মূল পোস্টে আসি। আমি এই পোস্টে লেখবো একটা খুবই ইফেক্টিভ এন্টিভাইরাস নিয়ে। ইফেক্টিভ বলার কারণ এই এন্টিভাইরাসটির ভাইরাস ডিটেকশনের ক্ষমতা এবং এর ব্যবহার প্রণালী।
এন্টিভাইরাসটির নাম Eset Smart Security।
শুধু এন্টিভাইরাস বললে ভুল হবে। কারণ এতে আছে Antivirus and antispyware, Personal firewall এবং Antispam module। আমি এই পোস্টে এন্টিভাইরাস ফিচারটা নিয়েই আলোচনা করবো।
ইসেট স্মার্ট সিকিউরিটিতে আছে রিয়েল-টাইম স্ক্যানার।
এর ফলে কোন ভাইরাস যদি কম্পিউটারে প্রবেশ করে তবে সঙ্গে সঙ্গে ইউজারকে সেটা জানিয়ে দেবে এই এন্টিভাইরাসটি। ইসেট এন্টিভাইরাস কোন ভাইরাস ডিটেক্ট করলে প্রাথমিকভাবে সেটাকে কোয়ারেন্টাইন করে ফেলে। ফলে ভাইরাস অথবা ভাইরাসযুক্ত ফাইলটি যদি কোন প্রয়োজনীয় ফাইল হয় তবে সেটাকে পরে ব্যবহার করা যায়। এই এন্টিভাইরাস ফিচারটি সকল ভাইরাস ধরতেই সক্ষম। তবে তার জন্যে প্রয়োজন নিয়মিত আপডেটের।
নিয়মিত আপডেটের কাজটি সফওয়্যারটি নিজেই করে নিতে পারবে। এটি আপডেট হতে সময় নেয় সর্বোচ্চ ৩০সেকেন্ড। এন্টিভাইরাস ফিচারের ভিতরে আছে File system protection, Email protection এবং Web access protection।
সফটওয়্যারটি সম্পর্কে আরো জানতে এবং ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
সরাসরি ডাউনলোডের জন্য এখানে ক্লিক করুন
ইউজারনেম এবং পাসওয়ার্ডের জন্যে এখানে ক্লিক করুন্
(শেষের লিংকটা একটা চাইনিজ ওয়েবসাইটের। যদি ওই সাইটে যেতে কোন অসুবিধা হয় তাহলে আমাকে জানাবেন।
আমি ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে দেব। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।