আমাদের কথা খুঁজে নিন

   

জরিপের ফলাফলঃ সেরা এন্টিভাইরাস

এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺

২৬ শে মে, ২০০৮ বিকাল ৫:৩০-এ একটা জরিপ শুরু করেছিলাম।

আজকে যেহেতু সেটারই ফলাফল দেওয়া হচ্ছে তাই একই ভূমিকা দিয়ে শুরু করছি। এন্টিভাইরাস নির্বাচন করতে গেলে সমস্যায় পড়তে হয় অনেক ইউজারকেই। একেকজনকে জিজ্ঞেস করলে একেকটার কথা বলে। তাই এই জরিপের আয়োজন করেছিলাম। আপনারা ভোট দিয়ে নির্বাচন করেছেন সেরা এন্টিভাইরাস।

মোট ভোট দিয়েছেন ৩৫ জন। তাদের প্রত্যেককে জানাই ধন্যবাদ। যারা পোস্টটাকে পড়েছেন জরিপে অংশগ্রহণ করেছেন এবং মন্তব্য করেছেন তাদেরকেও ধন্যবাদ। প্রথমিকভাবে আমি ২১টি এন্টিভাইরাসের নাম দিয়ে জরিপটাকে শুরু করেছি। পরে কয়েকজন ব্লগাদের মন্তব্যের ভিত্তিতে আরো ৩টি এন্টিভাইরাসের নাম দেওয়া হয়েছে।

৩৫ জনের ভিতর ১০জন ভোট দিয়েছেন Kaspersky এন্টিভাইরাসকে। তাই এই এন্টিভাইরাসকে প্রথম নির্বাচিত করা হল। দ্বিতীয় অবস্থানে আছে সম্মিলিতভাবে ESET Nod32 এবং AVG Anti-Virus। উভয়ের ভোট সংখ্যা ৭। তৃতীয় অবস্থানে আছে McAfee VirusScan এন্টিভাইরাস।

এর প্রাপ্ত ভোটের পরিমাণ ৪। চতুর্থ অবস্থানে আছে BitDefender এন্টিভাইরাস। এর প্রাপ্ত ভোটের পরিমাণ ৩। পঞ্চম অবস্থানে আছে AVAST! এন্টিভাইরাস। এভাস্ট পেয়েছে ২টি ভোট।

Avira AntiVir এবং Quick Heal একটি করে ভোট পেয়েছে। বাকি এন্টিভাইরাসগুলো কোন ভোট পায়নি। যে পোস্টে ভোট গ্রহণ করা হয়েছে সেটার লিংক আমি যেই এন্টিভাইরাসগুলোর নাম দিয়েছিলাম তার অনেকগুলো অপরিচিত। আমি ভাবলাম দিচ্ছি যখন তখন দিয়েই দেই। হয়তো ভবিষ্যতে কোন কাজে লাগবে।

আমার এই জরিপের একমাত্র উদ্দেশ্য আপনাদের যাতে এন্টিভাইরাস নির্বাচন নিয়ে কোন সমস্যা না হয়। আপনারা উপকৃত হলে আমার কষ্ট সার্থক। যে এন্টিভাইরাসটি প্রথম হয়েছে সেটাকে নিয়ে একটা কথা আছে। এন্টিভাইরাসটি নাকি ভাল ঠিকই কিন্তু প্রচুর মেমোরী নেয় পিসির। তাই অনেকে সেটাকে ভোট করেনি।

এ ব্যাপারে বিস্তারিত আমার জরিপের পোস্টটায় গেলে পাবেন। সেখানে অনেক ব্লগার এন্টিভাইরাস নিয়ে সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। । । ধন্যবাদ হ্যাপি ব্লগিং


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.