আমাদের কথা খুঁজে নিন

   

অংকে অংকে ধাঁধাঁ ?



ধাঁধাঁ টা যদি ও পুরোনো। কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। যাদের ধাঁধাটি জানা আছে প্লিজ আপাতত চুপ থাকুন। আপনার কত জন ভাই আছে তা মনে মনে ধরুন,তারপর তার সাথে ১ যোগ করুন। এক যোগ করার পর ফলালফল যাহা হয় তাকে ২ দিয়ে পুরন করুন।

তারপর ৩ যোগ করুন। তিন যোগ করার ফলাফল কে ৫ দিয়ে আবার পুরন করুন। পাঁচ দিয়ে পুরন করার পর এবার আপনার যত জন বোন আছে তা যোগ করুন। ব্যাস ,এবার শুধু আপানরা আমাকে সর্বশেষ ফলাফল টা বলুন। তাহলে আমিই বলে দিতে পারবো আপনার ভাই বোন কয়জন।

উদাহারন: মনে করুন আপনার ভাই ৩ জন ৩ +১ ----- ৪ x২ ------ ৮ +৩ --------- ১১ x৫ --------- ৫৫ +২ (বোন) --------- ৫৭ এই সর্বশেষ ফলাফল টি আমাকে বলুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৮ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।