কাজ নেই, খাওয়া নেই।
জুলাইয়ের শেষে দু'দিনের জন্যে ত্রিপুরার রাজধানী আগরতলা ঘুরে আসবো ঠিক করেছি। মূলত আমার এক ছোট (প্রাইমারী স্কুলের) বেলাকার বন্ধু, রতন পোদ্দারকে খুজতে যাবো। ঠিকানা এখনো পাইনি, তবে আগরতলায় গিয়ে পেয়ে যাবার সম্ভাবনা আছে। কেন জানি না - সব সময়ই তাকে আমি মিস করি।
একই সাথে আগরতলা একটু ঘুরে দেখতে চাই। টিপস প্রয়োজন।
১. মুক্তিযুদ্ব কালীন মেজর পয়েন্ট গুলোতে যেতে চাই - কোথায় কোথায় যাব?
২. ভালো নিরাপদ হোটেলে থাকতে চাই - কোথায় থাকবো?
৩. আগরতলা একাকী ভ্রমন কি নিরাপদ? (বিদেশে থেকে থেকে ভিতুর ডিম হয়ে গেছি!)
৪. বাই রোড যেতে চাই - কুমিল্লা হয়ে - বিদেশী পাসপোর্টে যাওয়া ঠিক কিনা?
৫. আগরতলার সাধারন মানুষ বাংলাদেশীদের কি ভাবে নেয়? (বোকার মতো প্রশ্ন তবুও করলাম)
৬. কি কি বিষয়ে আগাম সতর্কতা প্রয়োজন?
অনুগ্রহ করে সাহায্য করবেন। সবাইকে আগাম ধন্যবাদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।