আমাদের কথা খুঁজে নিন

   

অনির্দিষ্টকালের জন্য আগরতলা-ঢাকা বাস সার্ভিস বন্ধ

বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার জেরে আগরতলা-ঢাকা বাস সার্ভিস অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ শুক্রবার ত্রিপুরা রাজ্য সড়ক পরিবহন নিগম (টিআরটিসি)-র এক আধিকারিক একথা স্বীকার করে বলেছেন প্রতিবেশি দেশটিতে টানা হরতাল ও সহিংসতার কারণে গত রবিবার থেকে আগরতলা থেকে কোন বাস ঢাকা যায়নি। আবার ঢাকা থেকেও কোন বাস আগরতলায় আসেনি।

টিআরটিসি'র ম্যানেজিং ডিরেক্টর রবীন্দ্র রিয়াং জানিয়েছেন প্রতিবেশি দেশটির রাজনৈতিক অস্থিরতার কারণে আগরতলা থেকে ঢাকা গামী 'মৈত্রী' নামের যাত্রীবাহী বাস এবং ঢাকা থেকে আগরতলা গামী 'শ্যামলী' নামের যাত্রীবাহী বাস দুইটি চালানো অসম্ভব হয়ে পড়েছে। বাংলাদেশের লাগাতার অবরোধ-হরতাল সমাপ্ত না হওয়া পর্যন্ত এই রুটে আন্তর্জাতিক বাস সার্ভিস যাতায়াত বন্ধ থাকবে বলে জানান তিনি। তিনি আরও বলেন প্রতিবেশি দেশটিতে যে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে নিরাপত্তাহীনতায় ভুগছে 'মৈত্রী'।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে অস্থির রাজনৈতিক পরিস্থিতির জন্য বাংলাদেশে মৈত্রীর একটি বাস দুর্বৃত্তরা পুড়িয়ে দেওয়ার পর ঐ রুটে বহুদিন বাস সার্ভিস বন্ধ ছিল। সেদিন যাত্রীরা ভয়াবহ বিপদের হাত থেকে রক্ষা পেলেও বাস চালকসহ অনেক যাত্রী আহত হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.