বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
আবার পাট শিল্পকে গড়ে তোলা হবে। এটা কেমন কথা? ভেঙ্গে আবার গড়ার কি প্রয়োজন ছিল। একটা শিল্পকে ভাঙ্গার জন্য এদেশের কত যে ক্ষতি হয়েছে তা কি ওনারা কেউ একবার ভেবে দেখেছেন। লাভ ক্ষতির হিসেব শুধু টাকায় করলে তো হবে না।
মানবসম্পদের দিকেও বিবেচনা করতে হবে। আমাদের দেশে প্রতিটা ক্ষেত্রে মানবকে কখনই সম্পদ বলে মনে করা হয় না। এখন গাছের আগা কেটে গোড়ায় পানি ঢেলে তো কোন লাভ নেই। যা ক্ষতি হওয়ার তো হয়েই গেছে।
এই সরকার ক্ষমতায় আসার কয়েক মাস পরে ঘোষনা দেয়া হয়, লসে চলা পাটকল গুলোকে বন্ধ ঘোষনা করা হবে।
করা হলোও তাই। আর তাতে কি হলো? সরকার এতটুকু লাভবান না হলেও মরতে হলো হাজার হাজার শ্রমিক আর তাদের আয়ের উপর নির্ভর করা লাখ লাখ পরিবার সদ্স্যদের। এটা নিয়ে অনেক কথা, অনেক লেখালেখি, অনেক দেখানো মানবাধিকার উদ্বার করা হয়েছে। কাজের কাজ কিছুই হয়নি।
এতদিন পরে এসে এখন সরকার ঘোষনা দিচ্ছে বন্ধ করে দেয়া সাতটি পাটকল আবার চালু করা হবে।
আরো বলেছে, এতে লাভ না হোক মানুষগুলোর তো কর্মসংস্থান হবে। বড়ই হাস্যকর।
আমরা জনগন হয়ে সরকারের এই সিদ্ধান্তকেও স্বাগত জানাই। বুঝলো ঠিকই কিন্তু একটু দেরীতে বুঝলো। যখন আর কোন লাভ হলো না।
সরকার পয়ত্রিশটি জেলার কৃষকরা যাতে সহজ শর্তে পাট চাষের জন্য লোন নিতে পারে সেজন্য পাঁচ কোটি টাকাও বরাদ্দ করা হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।