যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।
আজকে হুট করিয়া ব্লগে ঢুকিয়া ফুচকি মারিয়া প্রথম পৃষ্ঠার ডান প্রান্ত দেখিয়া বোধদয় হইল যে কৌশিক ব্যান খাইছে। বাহ! খুশির সংবাদ। কিন্তু আমার উপলব্ধিও অমি পিয়ালের বিয়া নিয়া বিপ্লবের পোষ্টের মত হইয়া গেল।
তিনি, বিয়া তার চূড়ান্ত অর্থে সম্পন্ন হইবার পরে ব্লগে ইহা নিয়া অনেক উৎফুল্লতা প্রদর্শন করিয়াছিলেন। ততক্ষণে আমরা অবশ্য কোন তরকারী ভালো হইছিল ইহা নিয়া মগ্ন আছিলাম।
ঘটনা যাই হোক ব্লগ জীবনে এই স্ট্যাটাস প্রাপ্তি তার অর্জনে নতুন পালক যুক্ত করিল। এইজন্য তাকে অভিনন্দন,। যদিও এর মধ্যে একবার দেখা হইলেও সে আমাকে এ বিষয়ে কিছুই জানায় নাই।
পরে ফোন করিয়া শুনিলাম ব্যান খাইয়া সে বেশ খুশী আছে। এইটা তার ব্লগাসক্তিকে তিন দিনের বিশ্রাম দিল বলিয়া বেশ তৃপ্ত। এইটাকে সে বাকী জীবন ধরিয়াই ধারাবাহিক করিতে চায়। যদিও আমি জানি না ইহা তার পক্ষে সম্ভব কিনা। আমি বরং ভয়ে আছি এইবার ফিরিলে না জানি সে পূর্বাপেক্ষা আসক্ত হইয়া যায় ।
কেননা আমাদের মনে রাখিতে হইবে, একবার প্রেম আস্বাদন এবং একবার নারী গমন....বারংবার সেই পথে নিয়া যায়। আমি তার ভবিষ্যৎ ঘনঘন ব্যান লহিয়াও শংকা বোধ করিতেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।