আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টি ও খিচুরী ।

সামনে আছে অনেক কি ছু, দেখতে চাই আর ও কিছু

রাত থেকে বৃষ্টি নেমেছে এখানে কখনো হালকা কখনো মুষলধারে ইংরেজীতে যাকে বলে বিড়াল কুকুরের মত বৃষ্টি । আজ আবার একটা ছুটির দিন পাইলাম পাও !! কম্বল মুড়িয়ে ঘুমালাম অনেক্ষন । অনেক দিন এমন ঘুমাইনি । ফেট বেচারাই বা আর কত সইবে জ্বালা । না আর থাকা গেলনা ।

ঘুম থেকে উঠেই ভাবলাম আজ খিচুরী খাওয়ার দিন। এমনো দিনে তারে চাড়া চলে কি? যেই ভাবনা সেই কাজ । রেসেপির ধার না ধরে একে বারেই নিজের মত করে খিচরী চড়ালাম কুকারে । ভালই ঘ্রাণ ভালই আসছে । ভাবলাম ব্লগে একটু দাওয়াত দিয়া আসি ।

সবাই আমন্ত্রিত !! আসুন বৃষ্টির এই দিনে লাটমিয়া বাবুর্চির খিচুরী খেয়ে যান । বিঃ দ্রঃ খাইলেও পস্তাবেন , না খাইলে ও পস্তাবেন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.