একটি ভীষণ না থাকাকে সঙ্গে নিয়ে প্রতি রাতে ঘুমাতে যাই
আমার বন্ধু তো সামহোয়ার দেখে পুরাই টাশকি! বন্ধু কইলো সেও এইখানে লেখবার চায়। আমি ভাব লইয়া কইলাম কুনো বেপার না। দাড়াও, তোমারে রেজিস্ট্রেশন কইরা দেই। কোনো একটা নামে জিমেইলে একটা নিক রেজিস্ট্রেশন করে দিলাম। সব কাজ শেষ।
জিমেইল খুলে দেখি কোনো কনফারমেশন মেইল আসে নাই। আমি কইলাম একটু সবুর করো। ১ দিন সবুর করার পরও কিছু হইলো না। এবার নিলাম ইয়াহু। আরেক নামে আরেকটা নিক রেজিস্ট্রেশন করলাম।
ভয়ে ভয়ে ইয়াহু ওপেন কইরা দেখি এবারো কোনো মেইল আসে নাই। বন্ধু আমার দিকে তাকাইয়া কয়, "পারবি না কইলেই পারতি। এত ভাব লস কেন?"
কাহিনীটা তো এখনও বুঝলাম না। আমিও পরে আরো একটা নতুন মেইল আইডি দিয়া আরেকটা নতুন নিক খুলতে চাইলাম, ঐ একি কাহিনী। ভাবলাম ব্লগের মডুরা মনে হয় আইপি দেখে।
এক আইপি থেকে ২টা নিক খুলতে দেয় না। ভার্সিটি থেকে ট্রাই করলাম। একবারো কনফারমেশন মেইলটা আসলো না।
আপনারা কিছু জানেন ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।