ইন্টারনেট ব্যবহারকারীরা দিন দিন নির্দয় ও স্বার্থপর হয়ে যাচ্ছেন। এক মার্কিন নাগরিক জ্যাকব নিয়েলসেন ওয়েব ব্যবহারকারীদের ওপর গবেষণা করে এই তথ্য দিয়েছেন। তিনি বলেছেন, যখন লোকজন অনলাইন ব্যবহার করে, তখন তারা অধৈর্য হয়ে পড়ে। তারা একটা ওয়েবসাইটে বেশীক্ষণ থাকতে চায় না। দ্রুত তারা একটি ওয়েব সাইট থেকে আরেকটি ওয়েব সাইটে যেতে চায় এবং কাজ শেষ করতে চায়।
এর কারন হচ্ছে দুটি।
প্রথমত, তারা অনলাইনে সহজেই অনেক কিছু পেয়ে যায়। এতে করে তারা দিশেহারা হয়ে পড়ে।
দ্বিতীয়ত, অনেকে অনলাইনে একসাথে অনেক কাজ করতে চায় কিন্তু প্রত্যাশা অনুযায়ী করতে পারে না। তাই তারা অধৈর্য হয়ে যায়।
তবে আমার প্রশ্ন হলো, এই যে মার্কিনীরা এত সব গবেষণা যে করে বেড়ায়। তারা কি একবারও গবেষণা করেছে তাদের শাষক গোষ্ঠির এত মাতব্বরি ফলানোর প্রবনতা কেন? এবং যুদ্ধের প্রবনতা কেন? এবং এই যুদ্ধে কত মানুষ প্রাণ হারাচ্ছে, কত মানুষ সাভাবিক জীবন থেকে বঞ্চিত হচ্ছে? তাদের বারুদের গন্ধে পরিবেশের কি পরিমাণ ক্ষতি হচ্ছে?এই সকল গবেষণা কি তারা করেছেন কিংবা করবেন? আমার জানা নেই।
পৃথিবীর মানুষ বড়ই অদ্ভুত। নিজেদের নির্দয় হয়ে ওঠার দায় ভার চাপিয়ে দেয় তাদেরই তৈরী যন্ত্রের উপর।
তথ্যসূত্র: ২৬শে মে ২০০৮, প্রথম আলো।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।