আমাদের কথা খুঁজে নিন

   

বেগম জিয়া – বাংলাদেশ কি আম্রিকা – ব্রিটেনের বাপের দেশ !!!

আমার তালগাছ লাগবো না, লইয়া যান !!! ন্যাকামি যে কতো বর্বরতার ছদ্ববেশী প্রভাবক হতে পারে তা আপনি আজ প্রমান করলেন। অলরেডী আপনি আপনার আসল চেহারাটা অনেক বার দেখিয়েছেন। কিন্তু আজ আপনি প্রমান করতে চাইলেন আপনি সত্যি হিংস্র, আপনি সত্যি নোংরা হৃদয়ের ধারক। কেনো এত্ত হাহাকার ? ক্ষমতার জন্য ? তর সইছে না আপনার তাইতো ? আওয়ামীলিগ সব লুটে পুটে নিচ্ছে, আপনি পারছেন না তাইতো ? কিন্তু এদেশের শীর্ষ দশ ধনীর তালিকায় আপনার পরিবারের সদস্যরা, রাজার গোলা কি শেষ হয়ে গেছে ? আপনার রাজনীতি কার জন্য পরিষ্কার করেন ? কয়টা কর্মসূচী দিয়েছেন দ্রব্য মুল্য, তেল, বিদ্যুৎ নিয়ে ? কয়টা কর্মসূচী দিয়েছেন ছাত্রলীগের সন্ত্রাসের বিরুদ্ধে (পাছে ভয় ছাত্রলীগের সন্ত্রাস বন্ধ হলে আপনার রাজনৈতিক প্রপাগান্ডার ইস্যু থাকবে না) কয়টা কর্মসূচী দিয়েছেন দুর্নীতি-সন্ত্রাস নিয়ে ? একজন ইলিয়াস আলীর জন্য দিনের পর দিন হরতাল দিয়েছেন, কিন্তু কয়টা কর্মসূচী দিয়েছেন বিশ্বজিৎ এর জন্য? দিয়েছেন কর্মসূচী অনেক দিয়েছেন – বাড়ির জন্য, ছেলের জন্য, নিজের দলের নেতার জন্য, রাজাকার-আলবদরদের বাঁচাতে সবই তো আপনার ক্ষমতার জন্য তাইনা ? মুক্তিযুদ্ধের ক্ষ্যাতা পরি, আগে তো ক্ষমতা। এই আপনিই তো বাংলাদেশের দুইজনের একজন রাজনীতিবিদ যিনি নিজের আর ছেলেদের অপরাধ কুকর্ম ঢাকার জন্য সেই যূক্তরাষ্ট্রের লবিষ্ট নিয়োগ করেছিলেন ? হয়তো সেই লবিংই তৎকালীন তত্বাবধায়ক সরকারকে ম্যানেজ করেছিলো ছেলেদের দেশ থেকে দুরে সরিয়ে বাঁচিয়ে দিতে।

(এইখানে গেলে পরিষ্কার দেখা যাবে) আর আপনার ঘৃন্য ক্ষমতালিপ্সার সর্বশেষ সংযোজন পরাশক্তি দাদাদের কাছে ন্যাকামো করে তাদের হস্তক্ষেপ কামনা, কিসের জন্য ? দিন দিন অর্থনীতিতে শক্ত অবস্থানে চলে আসা বাংলাদেশকে তারা সব সহযোগীতা বন্ধ করে দাদা গিরি করুক, তাই তো? তারা ব্যাবসা-বিনিয়োগ বন্ধ করে এদেশকে অর্থনীতিতে পঙ্গু করে দিক, জি এস পি সুবিধা না দিক, শিল্প কারখানা গুলো বন্ধ হয়ে লাখ লাখ মানুষ বেকার হয়ে পড়ুক, আপনি বলতে পারবেন দেশের অর্থনীতি ধংষ হয়ে গেছে, দেশ অকার্যকর হয়ে গেছে। দেশের বেকারত্ব আর মঙ্গা পীড়িত মানুষ আপনাকে ক্ষমতার মসনদে বসিয়ে ক্ষুধার্ত নয়নে চেয়ে থাকুক আপনার নতুন আরেকটি অধ্যায়ের দিকে। কার জন্য আপনার এই আপোষহীন সংগ্রাম ? যুধাপরাধীদের বিচার করতে জামাতকে নিয়ে যদি আওয়ামীলিগ নোংরা রাজনীতি করে থাকে তবে আপনি কি করছেন ? আওয়ামীলিগ ৯৬ এ এই দেশবিরোধী জামাতকে টয়লেট পেপার হিসেবে ইউজ করেছে, আবার ছুড়ে ও ফেলেছে, ক্ষমতা দেয় নি। আর আপনি সেই ব্যাবহার করা টয়লেট পেপারকে তুলে নিয়ে ফেসিয়াল টিস্যু হিসেবে ব্যাবহার করছেন। আশ্রয় দিয়েছেন আপনার ভ্যানিটি ব্যাগে।

ক্ষমতাও দিয়েছেন। সেই জামাত কে নিয়ে নোংরা পরিনয় আপানাকেই তো মানায় তাই নয় কি ? আপনি না দুই দুইবারের প্রধানমন্ত্রী ? আপনি না একজন বীর মুক্তি্যোদ্ধার স্ত্রী ? আপনি না এদেশের একটা বৃহৎ দলের নেত্রী ? তবে কেনো আপনার এই নির্লজ্জ প্রয়াস ? আপনার এই নগ্ন উন্মত্ত ফ্যান্টাসি চিন্তাধারা বন্ধ করুন। আপনার দলের ত্যাগি নেতা কর্মীদের প্রতি আপনার যে দায় বদ্ধতা, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি আপনার যে দায় বদ্ধতা তার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আপনার এই উন্নমত্ততা আপনার দল সর্বপরি এদেশের গনতত্রকে হত্যা করার ঠিক কোন প্রর্্যারয় তা সমইয়ই বলবে। সর্বশেষে আপনার কাছে একটাই জবাব চাই - বাংলাদেশ কি আম্রিকা – ব্রিটেনের বাপের দেশ !!! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।