অদৃশ্য শৃঙ্খল
ইদানিং শব্দগুলো হয়েছে ভয়ানক বাউন্ডুলে;
কেবলই পালিয়ে বেড়ায় আমা হতে।
অথচ একটা সময় ছিল,
সহজেই ধরা দিত শব্দেরা।
শব্দে শব্দে বিন্যস্ত হত ভাষা,
ভাষা আর আবেগ হাত ধরাধরি করে
ঢুকে পড়ত আমার কবিতার কারাগারে।
হয়ত ওরা শৃঙ্খলিত হতেই বেশী পছন্দ করতো।
আর এখন?
ওরা যেন ফেরারী আসামী।
আমি এক অযোগ্য আইন রক্ষক,
হাতকড়া হাতে নিয়ে
কেবলই পিছু নিই
দ্রুত ধাবমান শব্দকল্প
চিত্রকল্প ইত্যাদির।
তারপরও ওরা ধরা পড়েনা সহজে।
যদিও কদাচ ধরি,
ছেড়ে দিতে বাধ্য হই
ওরা যেন রাজনৈতিক বন্দী।
মনে হয়, আমি যেন শৃঙ্খলিত নিজেই
আপন হতাশার অন্ধকারে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।