হাজারো সম্পর্কের মাঝে, শত দায়িত্বের চাপ, সাফল্যের উল্লম্ফন আর বিশ্ববাজারের দরাদরির মাঝে আমি কি নিজেকে হারিয়ে ফেলিনি? কোনোদিন অনুসন্ধান করে দেখার সময় ছিল আমার- কে আমি? কেন আমি? এখানে, কিভাবে?
না। এ প্রশ্ন শুধু প্রশ্ন করার জন্যই প্রশ্ন নয়। বন্ধুকে কাঁধে হাত রেখে আশ্বস্ত করে উত্তর দেয়ার মত প্রশ্নও এটা নয়- 'চিন্তা করিস না, বন্ধু। সব ঠিক হয়ে যাবে। ' এমন উত্তরও এ প্রশ্নের চাওয়া নয়।
এটা একটু গভীর উত্তর চায়। "আপেল কেন মাটিতে পড়ল?" -এমন গবেষণা চায়। তাতে অনেকে পাগলামী, ভণিতা আর যা-ই বলুক না কেন উত্তর পাওয়াটা জরুরী। খুবই জরুরী। সকলেই জানতো যে, 'আপেল তো মাটিতেই পড়ে'।
আর নিউটন প্রশ্ন করেছিলেন - 'কেন পড়ে?' সবার ১০০% নিশ্চিত উত্তর 'তা-ই তো পড়ে। ' এখন নিজের মত করে একটু ভাবিনা কেন, এই যে আমি এখানে কেন। 'কি উদ্দেশ্য, কি কারণ, তারপর কি?' এসব প্রশ্নের রেডিমেড উত্তর, 'আমরা তো এখানেই, আমরা তো এভাবেই আছি, আমরা তো ওভাবেই চলে যাই। ' এসব ১০০% নিশ্চিত উত্তর সকলেই দেয়। ওসবে বিশ্বাস করলে নিউটন তো বিজ্ঞানী হতেন না।
তাই ভাবছি নিজের কাছে নিজের মত, নিজের 'নিউটন' হয়ে একবার প্রশ্ন করে দেখলে কেমন হয়। আমি এখানে কেন? উদ্দেশ্য কি? শুভ কামনা। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।