ভালো লাগে সরলতা, নির্মলতা, বন্ধুত্ততা, মিষ্টি হাসি, কোমলতা, গাছগাছালী লতাপাতা, এই তো। =============================================
নিউটন 1666 শেষভাগের গ্রীষ্মে একটি আপেল পরতে দেখেছিল এবং এটি তাকে মহাকর্ষ প্রকৃতির সম্পর্কে ভাবিয়ে তুলেছিল।
নিউটনের জীবনের উপর লিখিত প্রথম দলিল 1726 সালে সংগৃহীত হয় জন Conduitt দ্বারা যা নিউটনের মৃত্যুর এক বছরের মধ্যে প্রদর্শিত হয়।
=============================================
এখানে উল্লেখ করা হয়েছে,
"He first thought of his system of gravitation which he hit upon by observing an apple fall from a tree"
ঘটনাটি 1666 সালে গ্রীষ্মের শেষভাগের ঘটমান।
সুনির্দিষ্ট কোন গাছ থেকে আপেল পরা দেখে নিউটন তার সূত্র আবিষ্কার করেছিলেন তা জানা যায় Edmund Turnor FRS (1806) লিখিত ‘A History of the Town and Soak of Grantham’ বইয়ের একটি পাদটিকা থেকে।
"The tree is still remaining and is showed to strangers. "
তার ভাই, রেভারেন্ড চার্লস Turnor, 1820 জমিদারের খামার বাড়ি সহ গাছটির ছবি আঁকে যা ঐ বাড়ীর সম্মান প্রদর্শন করছিল।
গাছটি Woolerton পরিবার দ্বারা ১৭৫০' সাল পর্যন্ত যত্নে ছিল। তারা ঐ বাড়িতে ১৭৩৩ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত বসবাস করেছিল। কিন্তু ১৮১৬ সালে বজ্রপাতের আঘাতে এটি ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু এটির মূল থেকে গিয়েছিল যা থেকে পরে অনেক শাখা প্রশাখা সৃষ্টি হয়।
আশ্চর্যের বিষয় হল এটি এখনও কিছু শাখা প্রশাখা সৃষ্টি করে চলেছে ৩৫০ বছরের পুরনো পরিবারটির সম্মান প্রদর্শন স্বরূপ।
Isaac Newton’s Apple Tree is now on its third set of roots but still provides a good crop of apples each summer. Its appearance in 1998 is shown in the above photograph.
সুত্রঃ ইন্টারনেট
অনুবাদঃ লেখক ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।