আমাদের কথা খুঁজে নিন

   

নিউটনের তৃতীয় সূএ



*এ লেখাটা কিছুদিন আগে পোষ্ট করেছিলাম, কিন্তু নতুন ব্লগার বলে তা প্রথম পাতায় আসেনি। কাজেই প্রথম পাতায় এটাই আমার প্রথম পোষ্ট। ধন্যবাদ। * * সেদিন অফ আওয়ারে মফিজকে নিউটনের তৃতীয় সূএটা বুঝাচ্ছিলাম। প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

আমাদের মধ্যে মফিজের মাথাটা সবচাইতে মোটা। বাজারের কোন টুপিই তার মাথায় লাগে না, কাপড় কিনে বানাতে হয়। যাহোক, আমি তাকে উদাহরণ দিয়ে বুঝাতে চেষ্টা করলাম। ধর,তুই একটা বন্দুক কাধে নিয়ে গুলি করলি....... শটগান না রাইফেল? আমি খানিক মাথা চুলকে বললাম, রাইফেল,থ্রি-নট-থ্রি ধ্যুত বেটা, এই জিনিস আইজকাল কেউ ব্যবহার করে? আমি রেগে গিয়ে বললাম, তাইলে কি এহন তোর জন্য M-16 জোগাড় করতে হইব? আমার রাগ দেখে মফিজ ঠান্ডা হয়ে যায়, আমিও আমার ব্যাখ্যায় ফিরে যাই। শোন, ধর, তুই একটা রাইফেলের বাট কাধে ঠেকিয়ে গুলি করলি....... কারও দিকে তাক করে? নাকি উপরদিকে? যেদিকে ইচ্ছা।

গুলিটা বের হবার সাথে সাথে তোর কাধে পিছন দিকে একটা ধাক্কা লাগবে...... নিশ্চই বদমাইশ ফারুইক্যার কাম, হেয় গত সপ্তায় আমারে ধাক্কা দিয়া তিশার উপরে ফালাইয়া দিছিল, অল্পের লেইগা বাচছি....... আরে গবেট, ফারুক বা আর কেউ তরে ধাক্কা দিব না, গুলিটা বাইর হওয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া হিসাবে রাইফেলের বাট তর কান্ধে ধাক্কা দিব। বুঝছস? মফিজ ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হুম্ম্, পুরা কিলিয়ার। তয়, রাইফেলডারে ঘুরায়া নলডা কান্ধে ঠেকাইয়া গুল্লি করলেই ত হয়, তাইলে আর বাডের ধাক্কা খাওন লাগবো না। আমি আর কিছু বললাম না।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৪ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।