টাকার রোজগার না করতে হলে জীবনটা বেশ আশ্বিনের মিষ্টি রোদের সকালেরই মতো ধানী লাল ঘাসের মাঠে শিশির মাড়িয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেড়িয়ে কাটিয়ে দিতাম....নদী থেকে নদীতে....মাঠ থেকে মাঠে....সকাল থেকে সন্ধ্যে :] 1. আরেঞ্জ বিয়ে আর প্রেম করে বিয়ের মধ্যে পার্থক্য?
প্রেম করে বিয়ে করলেনিজের প্রেমিকাকে বিয়ে করতে হয়, আর আরেঞ্জ বিয়েতে অন্যের প্রেমিকাকে বিয়ে করতে হয়।
2. প্রেমের বিয়ে এবংএরেঞ্জ মারেজ নিয়ে আলোচনা করাটা খুব হাস্যকর।
ব্যাপারটা অনেকটা পানিতে ডুবে না গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ভাল এই আলোচনার মত শোনায়!
3. কাকে চুমু খাবেনঃ
আইনজীবি কে কক্ষনো নয়, কেনো? সে বলবে, “I object”
ডাক্তার কে কক্ষনো নয়, কেনো? সে বলবে, “পরের জন কে পাঠাও”
তাইলে কাকে?
শিক্ষক কে করা যেতে পারে, কারণ সে বলবে, “আরো দশ বার কর”!!!
4. নারীর মন স্বচ্ছ পানি মত,
আর পুরুষের মন মাল্টিফাংশন মোবাইলের মত,
তাই পানিতে মোবাইল পড়ুক কিংবা মোবাইল পানিতেই পড়ুক মোবাইল টাই ক্ষতিগ্রস্থ হয়।
5. টিচার: এমন এক প্রজাতির প্রাণীর নাম বল যারা আকাশে উড়ে কিন্তু বাচ্চা দেয় মাটিতে।
ছাত্র: এয়ারহোষ্টেজ!
6. প্রশ্নঃ পাত্রী দুইখান, ১ম জন পরমা সুন্দরী, যৌবনবতী কিন্ত পুরা চরিত্রহীনা আর পরের জন মহা সতী-সাধ্বী, চরিত্রবতী কিন্ত চেহারা কুৎসিত- কারেবিয়া করবেন?
উত্তরঃ সারাজীবন একা একা বিষ্ঠা খাওয়ার চাইতে- সবাই মিলে মিষ্টি খাওয়া ভালো।
7. আমাদের দেশের এটর্নি জেনারেল বলেছেন "শেখ হাসিনা ও সন্তু লারমার নোবেল পাওয়া উচিত ছিল কারণ তারা কত বাঙালী ও উপজাতিকে শান্তি দিছে" | তাহলেতো মডেল প্রভাকেও নোবেল দেয়া যায়, কারণ সেও তো কম ছেলেকে শান্তি দেয় নাই ।
8. ১ম বন্ধুঃ জানিস আমার বউ পানিকে বিশাল ভয় পায়।
২য় বন্ধুঃ কেমনে জানলি?
১ম বন্ধুঃ আজ অফিস থেকে ফিরে দেখি গোসলকরার সময়ও সিকিউরিটি গার্ডকে বাথটাবে পাহারায় রেখেছে
9. সখিনা: তোমার স্বামী প্রতিদিনই দেখি ঠিক ৯টার সময় বাসায় ফেরে, আমার স্বামী তো পারলে বাসায়ই ফেরে না। কিন্তু তোমার স্বামী আসে, রহস্য কি?
জরিনা: আমি বাসায় সাধারণ একটা নিয়ম করে দিয়েছি। তাকে বলেছি যে সেক্স হবে ঠিক রাত ৯টায়, তুমি তখন বাসায় থাকো আর নাই বা থাকো।
10. বকেল্টু স্কুল থেকে এসে আরাম খান কে বলছে, "বাবা, বাবা আজকে না স্কুলে এক নতুন ম্যাডাম আসছে। ম্যাডামটা না একটা মাল!!!
আরাম খান: চুপ কর বেয়াদব ম্যাডাম মায়ের মত।
বল্টুঃ হ্যাঁ , হ্যাঁ , খালি নিজের কথাই ভাব!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।