মন বসে না পড়ার টেবিলে
শুরুতেই মাফ চেয়ে নিচ্ছি । মুভিগুলা এক্কেবারেই কমন । সামু ব্লগে রিভিউ হয়ে ছাড়খাড় । কিন্তু লেখার কিছু না পেয়ে শেষ পর্যন্ত একটা লিস্ট বানানোর ব্যর্থ প্রয়াস । সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আশাকরি ।
সবগুলো মুভির লিংক নিচে দিলাম আহাদিল আপু বলাতে ।
১.The Shawshank Redemption(১৯৯৪)
ডিরেক্টর:ফ্র্যাংক ডারাবন্ট । তার অন্যান্য বিখ্যাত মুভিগুলোর মধ্যে রয়েছে দা গ্রীন মাইল(১৯৯৯) ।
কাহিনী সংক্ষেপ: এন্ডি ডুফ্রেইন (tim robbins)একজন ব্যাংকার যাকে স্ত্রী হত্যার দায়ে কারাগারে পাঠানো হয়। আশাবাদী এন্ডির সাথে পরিচয় হয় রেডের(morgan freeman) ।
কারাগারে একের পর এক ঘটনার মধ্যে দিয়ে কাহিনী এক অবিশ্বাস্য পরিণতির দিকে এগিয়ে যায় ।
মন্তব্য:আমার দেখা এযাবৎকালের সবচেয়ে নিখুঁত সিনেমাগুলোর একটি ।
IMDb rating: নাই বা বললাম
২.The Usual Suspects(১৯৯৫)
ডিরেক্টর:ব্রায়ান সিঙ্গার । তার অন্যান্য পরিচিত কাজগুলোর মধ্যে রয়েছে এক্সমেন ১,২ এবং ভ্যালকাইরি(২০০৮) ।
কাহিনী সংক্ষেপ: নিউইয়র্কের এক ট্রাক হাইজ্যাকের পর পাঁচ বাটপারকে(con men) ধরে আনা হয় জিজ্ঞাসাবাদের জন্য ।
কিন্তু তারা কেউই দোষী নয় । পরবর্তীতে তারা প্রতিশোধ নেওয়ার জন্য একটা অভিযান চালায় । কিন্তু কোথা থেকে যেন এক অজ্ঞাত প্রভাব বিস্তার করে কাইজার সোজে নামক ক্রিমিনাল মাস্টারমাইন্ড । কে এই কাইজার সোজে আর এই পাঁচজনের উপর তার প্রতিশোধের তীব্র নেশার কি কারন?
মন্তব্য : এই মুভির পর থেকেই আমি কেভিন স্পেসির ফ্যান । আর প্রথম যখন দেখি তখন পুরা মুভি শেষ করেও বুঝি নাই ঠিকমত কাইজার সোজে লোকটা আসলে কে ?
IMDb rating : ৮.৭
৩.Fight club(১৯৯৯)
ডিরেক্টর:ডেভিড ফিঞ্চার ।
তার অন্যান্য বিখ্যাত কাজগুলোর মধ্যে রয়েছে সেভেন(১৯৯৫),প্যানিক রুম(২০০২),জোডিয়াক(২০০৭),কিউরিয়াস কেস অফ বেনজামিন বাটন(২০০৮),দি সোশাল নেটওয়ার্ক (২০১০)
কাহিনী সংক্ষেপ: একজন ইনসমনিয়াক অফিস কর্মচারী(edward norton) আর একজন সোপ সেলসম্যান(brad pitt) ফাইট ক্লাব খোলে যেখানে যে কেউ যে কারো সাথে মারামারি করতে পারবে । শহরের প্রতি কোনায় ছেয়ে যায় আন্ডারগ্রাউন্ড ফাইটক্লাব । কিন্তু কাহিনী ক্রমেই গোলকধাধার আবর্তে জড়িয়ে যায় । টাইলার ডার্ডেন(ব্রাড পিট) এক বিপজ্জনক পরিকল্পনার সাথে জড়িয়ে ফেলে সকলকে । কিন্তু কেন?
মন্তব্য : একটু ভায়োলেন্ট এই মুভিটা অনেকের কাছে ভাল না লাগলেও নির্মাণশৈলীর ভিন্নতার কারনে মুভিভক্ত অনেকের কাছেই অন্য স্থান দখল করে আছে ।
মুভির শেষের ট্যুইস্টটা আঁচ করতে পারা কঠিন আছে ।
বিশেষ মন্তব্য: এডওয়ার্ড নর্টন একটা বসেটিক লোক ।
IMDb rating: ৮.৮
৪.The Illusionist(২০০৬)
ডিরেক্টর: নিল বার্গার । তার অন্য মুভিগুলা বেশি সুবিধার না
কাহিনী সংক্ষেপ : কাহিনীর পটভূমি ১৯০০ সাল । ভিয়েনার এক ম্যাজিসিয়ান আইজেনহাইম(edward norton) প্রেমে পড়ে সোফির(jessica biel) যে কিনা সামাজিক মর্যাদায় তার থেকে অনেক উঁচু অবস্থানের ।
সোফির বিয়ে ঠিক হয় রয়্যাল হাউজের প্রিন্সের সাথে । ইল্যুসনিস্ট কি পারবে পুরো দুনিয়ার সামনে কোন ইল্যুসন তৈরী করতে?
মন্তব্য : ম্যাজিক নেয়া বানানো যে কোন মুভিই ভাল লাগে । তার উপর যদি কাহিনীতে এইরকম রোমাঞ্চ থাকে । তার উপর যদি হয় এডওয়ার্ড নর্টনের মুভি । সোনায় সোহাগা
IMDb rating: ৭.৭
৫.The Sixth Sense(১৯৯৯)
ডিরেক্টর: এম নাইট শ্যামালান ।
ভারতীয় বংশোদ্ভূত এই লোকের সব মুভিতেই কিছু না কিছু ট্যুইস্ট থাকেই । তার অন্যান্য কাজের মধ্যে রয়েছে সাইনস(২০০২),দা ভিলেজ(২০০৪),লেডি ইন দা ওয়াটার (২০০৬),দা হ্যাপেনিং(২০০৮),দি লাস্ট এয়ারবেন্ডার(২০১০)। লাস্টের মুভিটা কাউকে না দেখার জন্য অনুরোধ করা হল । অ্যাভাটার লাস্ট এয়ারবেন্ডার টিভি সিরিজটার জাত মেরে দিয়েছেন তিনি
কাহিনী সংক্ষেপ: শিশু মনেরোগ বিশেষজ্ঞ ম্যালকম ক্রো(bruce willis) এক রাতে তার পুরানো রোগীর আক্রমনের শিকার হন যাকে তিনি দীর্ঘদিনের চিকিৎসাতেও সুস্থ করতে পারেন নি। ভিনসেন্ট এক পর্যায়ে ক্রোকে আহত করে আত্মহত্যা করে ।
কিছুদিন পর ক্রো নয় বছরের এক বালকের জন্য কাজ করা শুরু করেন যে কিনা দাবী করে সে মৃত মানুষ দেখতে পায় । এর জন্য স্কুলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় । একে একে যেন কেঁচো খুড়তে সাপ বেড়িয়ে পড়ে ।
মন্তব্য: ছোট ছেলেটার অভিনয় আমার মনে অনেক দিন দাগ কেটে ছিল । এখনও চলচ্চিত্রে সেরা শিশু অভিনয়ের মধ্য এইটা একটা মাইলফলক ।
মুভিটাও কিন্তু অবিশ্বাস্য ব্যবসাসফল ।
IMDb rating: ৮.২
৬. A Beautiful Mind(২০০১)
ডিরেক্টর: রন হাওয়ার্ড । এই লোকটা একটা ভ্যারসাটাইল জিনিয়াস । ভাল মুভির মধ্যে উল্লেখযোগ্যগুলা হল অ্যাপোলো ১৩(১৯৯৫),হাউ দা গ্রিঞ্চ স্টোল ক্রিসমাস(২০০০), সিন্ডারেলা ম্যান(২০০৫),দা ভিঞ্চি কোড(২০০৬),ফ্রস্ট/নিক্সন(২০০৮),অ্যানজেলস এন্ড ডেমনস(২০০৯) ।
কাহিনী সংক্ষেপ: ছবির গল্প নোবেলজয়ী গণিতবিদ জন ফোর্বস ন্যাশ জুনিয়রের বাস্তব জীবনের উপর ভিত্তি করে ।
জীবনের শুরুতেই অভাবনীয় সাফল্য এবং ক্রমেই নিজেকে হারিয়ে ফেলা বিস্মৃতির অতল গহবরে এবং নিজের সাথে যুদ্ধ করে জীবনের মূলস্রোতে ফিরে আসা ছবির উপজীব্য ।
মন্তব্য: এক কথায় দুর্দান্ত । এখনো আমাকে অনুপ্রাণিত করে ।
গণিতের অনুরাগীদের জন্য মাস্ট সি। চলচ্চিত্রপ্রেমীরা তো বাই ডিফল্ট ইনক্লুডেড
IMDb rating: ৮.০
৭.The Prestige(২০০৬)
ডিরেক্টর:ক্রিস্টোফার নোলান ।
নোলান ভাইরে নিয়া আর কি বলব । উনি বস মানুষ । কিন্তু মাঝে মাঝে মনে হয় উনি বোধহয় যোগ্যতার থেকে একটু বেশিই গুরুত্ব পেয়ে যাচ্ছেন । তাই আমি আর লাইট না ফেলি (একান্তই ব্যক্তিগত অভিমত)
কাহিনী সংক্ষেপ: গত শতাব্দীর শুরুতে লন্ডনের পটভূমিতে দুই ম্যাজিসিয়ানের জীবনভর প্রতিদ্বন্দিতা(বানান ঠিক আছে তো!) , প্রতারণার অনবদ্য উপাখ্যান । দুই তরুণ ম্যাজিসিয়ানের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা দ্রুতই রূপ নেয় শত্রুতার দ্বন্দ্বে।
ঘটনার সূত্রপাত হয় এক দূর্ঘটনায় রবার্ট অ্যানজিয়ের(হিউ জ্যাকম্যান) এর স্ত্রী জুলিয়ার মৃত্যুতে । দায়ী করা হয় আলফ্রেডকে(ক্রিশ্চিয়ান বেল) । এর পর থেকেই একের পর এক প্রতিশোধের নেশায় মত্ত দুই জাদুকর শেষ পর্যন্ত আশ্রয় নেয় চূড়ান্ত ম্যাজিকের ।
মন্তব্য: কাহিনীর শুরু থেকে শেষ পর্যন্ত একের পর এক রহস্য । দারুণ অভিনয় ।
সেই সাথে ম্যাজিক নিয়া মুভির থিম । জোশিলা একটা অবস্থা ।
IMDb rating: ৮.৪
৮.Mulholland Dr(২০০১)
ডিরেক্টর : ডেভিড লিঞ্চ । লিঞ্চকে যারা চেনেন তাদের জন্য কিছু বলা লাগবে না । যারা চেনেন না তারা ওনার দা এলিফ্যান্ট ম্যান(১৯৮০),ব্লু ভেলভেট(১৯৮৬),লস্ট হাইওয়ে(১৯৯৭) দেখবেন ।
কাহিনী সংক্ষেপ: এই মুভির কাহিনী সংক্ষেপ করা আমার সাধ্যের বাইরে । যাই হোক । গল্পটা অনেকটা এরকম । একজন তরুণীর হলিউডে আগমন এবং কার দুর্ঘটনায় অ্যামনেসিয়ায়(স্মৃতিশক্তিহীনতা) ভোগা এক মহিলা রিটার সাথে পরিচয় । একটা নীল বাক্স,একজন ফিল্ম ডিরেক্টর,এবং সিলেনসিও নামের এক নাইটক্লাব ।
সব মিলিয়ে এক পরাবাস্তব দুনিয়ায় আটকা পড়ে দুইজন ।
মন্তব্য: No Comments . Simply Awesome .
IMDb rating: ৮.০
৯.The Secret in the Eyes(২০০৯)
ডিরেক্টর:হুয়ান হোসে কাম্পানেলা । এই লোকের ৩ টা সিনেমা দেখার সৌভাগ্য হয়েছে এইটা সহ । বাকি দুইটা হল সন অফ দা ব্রাইড(২০০১),মুন অফ আভেলানেদা(২০০৪) । ৩টা ছবিতেই রিকার্ডো ডারিন (সিক্রেট ইন দা আইজ এর নায়ক) আছে ।
রিকার্ডো ডারিন কে নিয়ে লেখার ইচ্ছা আছে । বস লোক ।
কাহিনী সংক্ষেপ : আর্জেন্টিনার এক অবসরপ্রাপ্ত ফেডেরাল জাস্টিস এজেন্ট (রিকার্ডো ডারিন) ২৫ বছর আগের একটা কেস নিয়ে উপন্যাস লিখবেন । তাই দেখা করেন তার আগের চিফ ইরিনের সাথে যিনি একসময় বেঞ্জামিনকে(ডারিন) পছন্দ করতেন । কাহিনী চলে যায় ফ্ল্যাশব্যাকে ।
খুনের কাহিনীতে । একসময় খুনের রহস্য উন্মোচিত হয় । কিন্তু কিছু রহস্য বাকি থেকে যায় ।
মন্তব্য: এইটা আমার দেখা প্রথম আর্জেন্টাইন মুভি । সবচেয়ে আনন্দের বিষয় হইল এই মুভি আমি দেখসি অস্কার পাওয়ার আগে
এর পর থেকে সমানে আর্জেন্টাইন মুভি দেখতেসি ।
বিশেষ মন্তব্য: স্টেডিয়ামে খেলা দেখার সময় খুনিকে চেজ করার দৃশ্য আমার দেখা সর্বকালের সেরা ক্যামেরাওয়ার্ক গুলোর মধ্যে একটা । (একটু আতলামি করলাম আর কি!)
IMDb rating: ৮.৩
১০.Perfect Blue (১৯৯৮)
ডিরেক্টর: সাতোশি কুন । আমার দেখা সময়ের অন্যতম প্রতিভাবান নির্মাতা যিনি মিডিয়ার লাইমলাইট থেকে বঞ্চিত হয়েছেন । তার মিলেনিয়াম অ্যাকট্রেস(২০০১) এবং পাপরিকা(২০০৬) মাস্ট সি । আর নোলানের উপর আমি কেন কিঞ্চিত বিরক্ত তা পাপরিকা দেখলেই বুঝবেন ।
পাপরিকা IMDb link
মূল প্রসঙ্গে ফিরে যাই......
কাহিনী সংক্ষেপ: মিমা একজন পপ আইডল । কিন্তু সাফল্যের মোহে অভিনেত্রী হওয়ার জন্য সে তার পুরানো ব্যান্ড দল ছেড়ে দেয় । শহরে পাড়ি দেয় । কিন্তু চলচ্চিত্রজগতের মারপ্যাঁচ বুঝে উঠতে পারে না সে । অন্য স্রোতে গা ভাসিয়া দেয়।
শুরু হয় বিবেকের দহন । বুঝে উঠতে পারে না কোনটা বাস্তব আর কোনটা পরাবাস্তব। ঘটতে থাকে কিছু অদ্ভূত ঘটনা ।
মন্তব্য :আমার প্রত্যাশার চাইতে বেশী পেয়েছি মুভিটা থেকে । আমার ধারনা ছিল হয়তো হায়াও মিয়াজাকির মত বানানো শিশুতোষ কোন anime হবে ।
কিন্তু মুভিটার টাইপ সাইকোলজিকাল থ্রিলার ।
বিশেষ মন্তব্য: requiem for a dream দেখেছেন কি?
ওই সিনেমায় জেনিফার কনেলির একটা সিন মনে আছে? বাথটাবে মাথা চুবিয়ে বসে থাকে । হঠাৎ আর্তচিৎকারে মুখ হা করে। বুদবুদ উঠতে থাকে। ওই সিনটা কিন্তু এই মুভি থেকে নেওয়া ।
মন্দের ভাল এই যে আরোনফস্কি সিনটা কপি করার জন্য perfect blue এর হলিউডি রাইট কিনে নিয়েছিলেন ৫৯ হাজার ডলারে ।
IMDb rating: ৭.৪
মুভির লিংক :
shawshank redemption
fight club
the prestige
[link|http://thepiratebay.org/torrent/4288770/The_Illusionist[2006]DvDrip[Eng]-aXXo|the illusionist]
mulholland dr.
the secret in the eyes
perfect blue
a beautiful mind
the usual suspects
the sixth sense
..............................xxx............................
এই প্রথম খাটাখাটনি করে একটা পোস্ট দিলাম। বাপরে । সাড়ে ৩ ঘন্টা লাগলো । আপনাদের কতক্ষণ লাগে জানাবেন ।
আমার আগের কিছু ফাঁকিবাজী পোস্ট:
সোভিয়েত পরবর্তী রাশিয়ান সিনেমার একটি উজ্জ্বল দৃষ্টান্ত ...the return(২০০৩)
৭টি কোরিয়ান মুভি:বিফলে মূল্য ফেরত
অন্যরকম এক ভ্যামপায়ার সিনেমা ... লেট দা রাইট ওয়ান ইন
দি সি ইনসাইড (mar adentro) -->মনে রাখার মত একটি সিনেমা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।