আমাদের কথা খুঁজে নিন

   

নতুন করে প্রেমে পড়েছিলেন সুস্মিতা...



কলকাতা: সুস্মিতা হত্যাকাণ্ডে নয়া মোড়। ফেসবুকের মাধ্যমে প্রকাশ্যে এল সুস্মিতার নতুন সম্পর্কের কথা। সুস্মিতার এক বান্ধবী শালিনী নস্করের সঙ্গে করা চ্যাট রেকর্ড থেকে জানা গেল, দিল্লির এক আর্কিটেক্ট দীপক কুমারের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন সুস্মিতা। বেশ কিছুদিন নিজের ভাইয়ের স্ত্রীর সম্পর্ক তৈরি হয়েছিল সুস্মিতার স্বামী জানবাজ খানের। তার জেরেই পারিবারিক ও মানসিক অশান্তির মধ্যে দিয়ে জাচ্ছিলেন সুস্মিতা।

ফেসবুকেই আলাপ হয় দীপক কুমারের সঙ্গে। ফোনে সেই কথা স্বীকার করে নিয়েছেন দীপক কুমার। জানালেন, "সুস্মিতার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি। ফেসবুকের মাধ্যমেই আমাদের একটা সম্পর্ক তৈরি হয়। দেড় মাসের সম্পর্ক ছিল আমাদের।

দুজনেই দুজনকে খুব ভালোবাসতাম আমরা। ও বাকি জীবনটা আমার সঙ্গেই কাটাতে চেয়েছিল। মন্দিরে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা। প্রতিদিন রাতে আমাদের ফেসবুকে কথা হতো। আমি ওর ওই দেশে থাকা নিয়ে চিন্তিত ছিলাম।

কিন্তু ও বলত আমার ভালবাসা ওর সঙ্গে রয়েছে। " সুস্মিতা জানিয়েছিলেন স্বামী ও পরিবারের সঙ্গে থাকতেই তিনি আফগানিস্তানে ফিরেছিলেন। যদিও দীপকের কথায় জানা গেছে সম্পূর্ণ অন্য কথা। দীপক জানান, "জানবাজের সঙ্গে ও থাকত না। আমাকে বলেছিল এক ভারতীয় পরিচারিকা ওর সঙ্গে থাকে।

৫ সেপ্টেম্বর সুস্মিতার কাবুলে আসার কথা ছিল। সেখান থেকে ৬ তারিখে দিল্লি পৌঁছে ভোপাল। ভোপালেই হাসপাতাল করতে চেয়েছিল সুস্মিতা। কিন্তু আসার আগের দিনই ওকে খুন হতে হল। " সুস্মিতার মৃত্যুর পিছনে জানবাজ বা অন্য কোনো পারিবারিক শত্রুতাই রয়েছে বলে মনে করছেন দীপক।

"আমি খুব খুশি যে আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। আমার আত্মার সঙ্গে দেখা হবে আমার। আমি এতই খুশি যে ভয় হচ্ছে দেখা হওয়ার আগেই আমার হৃত্স্পন্দন থেমে না যায়..."এই কথাগুলোই মৃত্যুর আগের মুহূর্তে দীপককে বলেছিলেন সুস্মিতা। শেষপর্যন্ত তার আশঙ্কাই সত্যি হল। তবে তালিবানি রোষ না ব্যক্তিগত আক্রোশ? কী কারণে খুন হতে হল সুস্মিতাকে? সূত্র: ওয়েবসাইট।

নতুন বার্তা/এসএফ « পূর্ববর্তী সংবাদ পরবর্তী সংবাদ » আরো খবর প্রশাসনের হুকুমে কলকাতায় বিদায়ের পথে বাই সাইকেল লোকসভা ভোটে তৃণমূলের মন্ত্র ‘একলা চলো’ কলকাতায় প্রকাশিত হলো ‘বাংলাদেশের অন্য সিনেমা’ কলকাতার বিসি রায় হাসপাতালে চার দিনে ৩২ শিশুর মৃত্যু ‘একবার দেখে যা, কী সুন্দর দেশ’ রাজ্য আধখানা রুটি খেলে অর্ধেক ইমামদের: মমতা অমিতাভের অপেক্ষায় মমতা হাওড়ায় গাড়ি থেকে নামিয়ে দুই মহিলার শ্লীলতাহানি কলকাতায় আর ফেরা হলো না সুস্মিতার ত্রিপুরায় বিশ্বযুদ্ধে নিহত মার্কিনীদের দেহাবশেষের খোঁজ আফগানিস্তানে নিহত কলকাতার লেখিকা সুস্মিতা বন্দ্যোপাধ্যায় মেয়েদের নিরাপত্তা দিতে পারছি না: রাজ্যপাল মোর্চা নেতাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা পৃথক গোর্খাল্যান্ডের দাবি উড়িয়ে দিলেন মমতা রাজ্যের ইমাম ভাতার সিদ্ধান্ত খারিজ করল হাইকোর্ট বিড়াল হত্যার দায় হাজতবাস তিন বছর পর বিদ্রোহী কবি ফিরছেন দূরদর্শনে ‘কলগার্লদের নিয়ে বারে আসেন ধৃত বিধায়ক’ আদিবাসী তরুণীকে ধর্ষণের ঘটনায় উত্তপ্ত জলপাইগুড়ি নেতার স্ত্রীকে টুকলিতে বাধা, প্রহৃত অধ্যক্ষা সর্বশেষ সংবাদ উত্তরায় চালককে কুপিয়ে গাড়ি ছিনতাই ১৪ সেপ্টেম্বর ঢাকায় উইন্ডোজ ডেভেলপারস কনফারেন্স ফারইস্ট ইসলামী লাইফের ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা সরকারের একগুয়েমিতে নির্বাচন অনিশ্চিত: ফখরুল সংলাপের আহ্বান জানিয়ে দুই নেত্রীকে জন কেরির চিঠি মিয়ানমার থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য কৌশলপত্র ডিএসইতে সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে জলবায়ুর পরিবর্তন রোধে ঢাকাসহ ৪০ সিটিকে সহায়তা দেবে বিশ্বব্যাংক পাক প্রেসিডেন্ট মামনুন শপথ নিচ্ছেন আজ সন্তান হিসেবে আমরা গর্বিত

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.