বাছাই পর্বের গ্রুপ পর্ব পেরুনো দশটি দেশ থেকে প্লে-অফের মাধ্যমে (হোম ও অ্যাওয়ের ভিত্তিতে) ৫টি দেশ যাবে ব্রাজিল বিশ্বকাপে।
ফিফা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে প্লে-অফের ড্র হবে কায়রোতে আগামী ১৬ সেপ্টেম্বর। ম্যাচগুলো হবে অক্টোবর ও নভেম্বরে।
শনিবার 'আই' গ্রুপে লিবিয়াকে ১-০ গোলে হারায় ক্যামেরুন। চেলসি তারকা স্যামুয়েল এতোর কর্নার থেকে গুরুত্বপূর্ণ গোলটি করেন ডিফেন্ডার অরেলিয়া শেডজু।
এর আগে ছয়বার বিশ্বকাপের মূল পর্বে খেলেছিল ক্যামেরুন।
গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্লে-অফে খেলা নিশ্চিত করে আলজেরিয়া, মিশর, আইভরি কোস্ট, ঘানা, বুরকিনা ফাসো, ইথিওপিয়া, নাইজেরিয়া, সেনেগাল ও কেপ ভার্দে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।