সিদ্ধিরগঞ্জে একুশে টেলিভিশনের গাড়িসহ কয়েকটি যানবাহনে ব্যাপক ভাংচুর চালিয়েছে অবরোধকারীরা। এ সময় যুবদল নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটণা ঘটে। সংঘর্ষের মাঝে পড়ে বিশাল আহমেদ নামের এক ফটো সাংবাদিক মারাত্মক আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ বেঢড়ক লাঠিচার্জ ও ফাঁকা গুলি করে। এতে ৫-৬জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় থানা যুবদলের ব্যানারে একটি মিছিল বের হয়। এসময় তারা ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পুলিশ ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ লাঠিচার্জ ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি করে।
ওই সময়ে ইটিভির একটি গাড়িসহ কয়েকটি যানবাহনে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। সংঘর্ষের ছবি তোলার সময়ে সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় দৈনিক খবরের পাতা পত্রিকার ফটো সাংবাদিক বিশাল আহমেদ আহত হন। তাকে স্থানীয় মা হাসপাতাল এন্ড ল্যাব নামক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।