সমুদ্র দেখেছো কখনো?
-অথৈ সমুদ্রের সামনেই তো বসে আছি
-যাহ্ বাজে কথা যতো সব
-সত্যি বলছি, তোমার চোখই তো একটা নীল সাগর
-যাহোক, মেঘ দেখেছো কখনো?
-প্রতিদিনই তো হাত দিয়ে ছুঁয়ে দেখি কালো মেঘ
-তুমি যে কি বলো, সব উদ্ভট কথা
-মিথ্যা বলছি না একটুও, তোমার চুলগুলোই তো আস্ত মেঘ
-আচ্ছা সুদীপ্ত, জীবন্ত মুক্তা দেখেছো কখানো?
-কি যে বলো
-বলো না গো মুক্তা দেখেছো কিনা?
-মুক্তার মন্দির যে তুমি
-যত্তোসব ফালতু কথা
-ফালতু বলছি না তমা, তোমার হাসিতেই তো ঝরে পড়ে
অজস্র মুক্তার দানা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।