আমাদের কথা খুঁজে নিন

   

জিপি যা করছে তা চিটিং ছারা কিছুই না!

আমি নেই তাদের সাথে, যারা নিজকে ভাবে সম্মানী আর পরকে ভাবে বাজে----

এটা কেমন অফার! আজ থেকে আমি এফএন্ডএফ কলের চাজ' দিতেছি একটাকা অন্যান্য কল চাজ'ও অস্বাভাবিক। কারন আমি রিরেজিষ্ট্রেশন এখনও করি নাই। আমার জানামতে সরকার এর ডেটলাইন ঠিক করে দিছে ৩১ মে ২০০৮। এর মধ্যে করলেই হবে। এই ডেট এখনও ওভার হয় নাই, তাহলে জিপি কিসের অযুহাতে (মগের মুল্লুক নাকি!) আমার মতো ব্যবহারকারিদের এরুপ অপমানজনক অফার বা জরিমানা হিসেবে উদ্ভট চাজ' এপ্লাই করছে? টাকার নেশায় সবই করা সম্ভব! আইনের ফাক ব্যবসায় লাগালে প্রচুর মাল কামানো সম্ভব।

এজন্যই ভেজালকারিরা/ঘুষখোররা নিমু'ল হয় না। বরং এরা প্রতি নিয়ত আইনের ফাক দিয়ে মাল কামিয়ে যাইতেছে। এজন্য আমার মত ইউজারদের পকেট কাটতে এদের বাধে না। আমি জিপিকে বিদায় জানাতে বাধ্য হইতেছি। এরপরও এরকম ভয়ংকর টাকার নেশাখোরদের সাথে থাকা আর না।

তবে ২০ মে পয'ন্ত চালাতে হবে - ইন্টারনেট এর জন্য। আমি পাঠকদের অনুরোধ করব ৩০মে এর মধ্যে জিপি যাদের এ রকম কলরেট কাটবে, আসুন আমরা সকলই একে আলবিদায় জানাই। এবং এর জন্য ক্ষতিপুরনের দাবি করি। হয়ত একটু কষ্ট হবে কারন জিপির লাইন ভাল। তবে অন্যান্যদের লাইন যতদুর জানি খুব খারাপ না।

কি বলেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।