``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)
তিনি ভালো কিশোর কবিতা লেখেন জানি। বাংলা কিশোর কবিতার যে ক্লাসিক ধারা, বর্তমানে যারা এ অঙ্গনে লেখালেখি করছেন তাদের মধ্যে আলাদা করে ভিন্নস্বরে জুলফিকারকেই আমরা একটু অন্যভাবে পাই, তাঁর মধ্যেই সেই ক্লাসিক ধারাটির আধুনিক উত্তরাধিকার খুঁজে পাই আমরা। অন্য রকম অন্য সুর, সেই চিরায়ত আবেগ, যা আর কারো সাথেই মেলে না।
হঠাৎ করে তিনি শুরু করেছেন কিশোর উপন্যাস লেখা ! কৌতূহল নিবৃত্ত করতে ঢুকে পড়লাম চট্টগ্রাম থেকে প্রকাশিত পত্রিকা 'দৈনিক শুপ্রভাত' এর ওয়েব সাইটে।
পাঠক দেখুন তো প্রচলিত কিশোর উপন্যাসের সাথে কোন ভিন্নতা চোখে পড়ে কি না ?
ধারাবাহিক লেখাটির প্রথম কিস্তির লিংক: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।