'... আমাদের আশার কোনো পরকাল নাই'
আজ সন্ধ্যায় অফিসে একখানা ইনভাইটেশন কার্ড পাইলাম। সেই কার্ডখানা একখানা সেমিনারের। বিষয় 'পানি আগ্রাসন: বাংলাদেশের সার্বভৌমত্ব'। ১৭ মে বিকাল ৪টায় হবে। সেই সেমিনারে আয়োজকরা জানিয়েছেন 'বিশিষ্ট কলামিস্ট ও লেখক ড. ফরহাদ মজহার' সশরীর হাজির থাকবেন।
কিন্তু আয়োজকদের আমি ঠিক বুঝে উঠতে পারছি না। সঙ্গে আর যারা থাকছেন তাদেরও চিনি চিনি করে ঠিক ঠাহর করে উঠতে পারছি না। দেখুন তো আপনারা পারেন কি না।
সেমিনারের আয়োজক ন্যাশনাল ইন্টারেস্ট গ্রুপ (এনআইজি), রাজশাহী। এর কোঅর্ডিনেটর রাবি পরিবেশ বিজ্ঞান ইন্সটিটিউটের পরিচালক প্রফেসর ড. এম. সরোয়ার জাহান, সদস্য সচিব ডা. নাজিব ওয়াদুদ।
আর সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রফেসর তারেক শামসুর রেহমান। চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর আজহারুল ইসলামের সভাপতিত্বে আলোচক থাকবেন সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান, সাংবাদিক আতাউস সামাদ, মে. জে (অবঃ) আ ল ম ফজলুর রহমান, ঢাবি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর রাজিয়া আকতার বানু, প্রফেসর এবনে গোলাম সামাদ, রাবি অর্থনীতি বিভাগের প্রফেসর শাহ মুহাম্মদ হাবীবুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর আবদুর রহমান সিদ্দিকী ও রাজশাহী বারের সাধারণ সম্পাদক নাজমুস সাদাত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।