সারাক্ষণ ছুঁয়ে যাও তুমি আমাকে
নীল আকাশকে যেমন করে ছুয়ে যায়
শুভ্র যাযাবর মেঘ
শুধু ছুঁতে দিতে চাওনা তোমাকে
নিজেকে দূরে রাখার মহান মন্ত্রে দিক্ষিত মানবী তুমি
মনটাকে কখনো মুক্ত করো না
আমি যে প্রতিনিয়তই তোমাকে ছুঁয়ে যাই
তা কি বোঝ না তুমি?
আমার আত্মাটা যে গোপনে আঁতাত করেছে তোমার আত্মার সাথে
জানো না কি তুমি?
প্রেমের অম্লান প্রদীপ জ্বেলে পতঙ্গ পোড়াও তুমি
আমার মনটাও অদৃশ্য পতঙ্গ হয়ে চুম্বন করে
তোমার প্রতিটি অঙ্গ-প্রতঙ্গ
শীতের রাতে তাপ পোহাতে যায়
তোমার প্রজ্বলিত প্রদীপ শিখার কাছে
কখনো পতঙ্গ ভেবে পুড়ে ফেলো না ওই মনটাকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।