আমার এই জীবন কাঁথায় গেথে চলেছি অনবরত নানান রঙের স্বপ্ন
একপাশে এক ইঞ্চি ফাঁক মাঝে একসাথে বসা
অজান্তে কথার ফাঁকে তার কাঁধ আমার নরম কাঠে ঘেষা
ঝড়ো হাওয়া উড়ে এসে বসলো কালো কেশে
ঘুরিয়ে এক নিমিষে সুগন্ধি সুতা রাখলো একপাশে
এক অসহ্য নেশা করছে পাগল অদম্য আশায়
সহ্যের শেষ সিঁড়িতে দাড়িয়ে হাত বাড়িয়ে চাইছি তোমায়
ও অদৃশ্য রূপের সুগন্ধি রাণী
তুমি বিভীশিখা,তুমি সুগন্দির তীব্র আকাঙ্খা
একটু সরে দেখছো আমায়একগোছা জ্বলন্ত সুতার ফাঁকে
চোখ সরিয়ে বলছো কথা চাহনীর ভাষা মেখে
টানছো কাছে অদৃশ্য জালে মায়ার খাঁপে ফেলে
মারছো আমার যাদুর নেশায় আগুন পানি চোখে
হাঁটছো পথে ডাকছো গভীর চম্বুক চক্ষুর টানে
আমার কথার বর্ষা নিভছে তোমার আগুন তাপে
আকড়ে থোকো মাটির খাঁচার দু'হাতের তারে
স্পর্শ করি নরম তুলার গরম অনুভূতির ফাঁকে
ও অদৃশ্য রূপের সুগন্ধি নারী
তুমি বিভীশিখা,তুমি তাপের তীব্র আকর্ষণ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।