আমাদের কথা খুঁজে নিন

   

চোখের জলের কোনো রঙ হয় না ----------- (আইয়ুব বাচ্চু)

আদর্শটাকে আপাতত তালাবদ্ধ করে রেখেছি...

চোখের জলের কোনো রঙ হয় না চোখের জলের কোন রঙ জয় না তাই তো বুকে ধরা সাগর দেখাতে পারি না। আমার এ ভেতরের চাপা যন্ত্রনা অব্যক্ত রয়ে যায় তুমি তা দেখো না যে আমাকে দেখো সেই আমি, আমি নই এর কিছুটা আমি আর কিছু অভিনয় মানুষের ভীরে আছে আমার মত কত লোক আমার মত কারো জমানো কি আছে এত শোক এই ঘাত প্রতিঘাতে ভরা জীবনকে তাই এত ভয় জীবনের সুই সুতো হাতে নিয়ে ভাগ্য আমার গড়তে গিয়েছি যত ছিড়ে গেছে সে ততবার তাই জানতে ইচ্ছে করে কষ্টকে কে করেছে জয় যে আমাকে দেখো সেই আমি, আমি নই এর কিছুটা আমি আর কিছু অভিনয় --------------------------- আইয়ুব বাচ্চু এই গানটা দুই রকম কম্পোজে আছে। এখানে যে লিংক দেয়া সেটা মনে হয় পরের টা। প্রথম এই গানটা বেরিয়েছিল মিক্সড এ্যালবাম ' মেহেদী রাঙা হাত' এ। তখন এর কম্পোজ অন্যরকম ছিল। আমার কাছে লিংকে দেয়া গানের মিউজিকটাই ভাল লাগে বেশী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.