গত শনিবার বিকেলে জার্মানীর ভেন্ডেন নামক একটি গ্রামের এক বাড়ী থেকে পুলিশ ৩টি নবজাতকের লাশ উদ্ধার করে।নবজাতকের লাশগুলো বাড়ীর পাতালপুরীর কুঠুরির একটি ডিপফ্রিজের ভেতরে তোয়ালে ও প্ল্যাষ্টিকের ব্যাগ দিয়ে পেচাঁনো ছিল।
গৃহকর্তা ও গৃহিনী যখন সাপ্তিহিক ছুটি কাটাতে ঘরের বাহিরে ছিল তখন ঘরে অবস্হানরত দুই সন্তান এই লাশগুলো আবিস্কার করে। ফ্রিজে পড়ে থাকা পিজজা সংগ্রহের জন্য তারা ডিপফ্রিজ খোলে, এলোমেলো অবস্হায় পড়ে থাকা খাবার গুলোকে নিয়মতান্ত্রিক ভাবে রাখার জন্য সকল জিনিষ তারা বেড় করে। এ সকল খাবারের মধ্যে অনেক খাবারের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল,এমনি একটি প্ল্যাষ্টিকের ব্যাগ খুলতে গিয়ে বাড়ীর ২৪বয়স্কা মেয়েটি লাশগুলোর সন্ধান পায়।
বাড়ীতে ফেরত আসার পর মেয়েটি তাদের অনুমতি নিয়ে পুলিশকে ঘটনাটি অবহিত করে। পুলিশের জেরা মুখে মহিলা স্বীকার করে সন্তানগুলো তার এবং এরা সকলেই জীবিত জম্মনিয়েছিল। এই মহিলা ২৪ বছর ধরে এই গ্রামে বসবাস করে আসছে , প্রতিবেশীরা তাকে একজন স্বাভাবিক মানুষ হিসেবেই জানে।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।