নথিতে জানা গেছে, একটি উচ্চস্তরের গোপনীয় অপারেশনের জন্য এনএসএ প্রতিবছর ২৫ কোটি ডলার খরচ করে। এছাড়া যুক্তরাজ্য সম্পর্কে জানা গেছে, তাদের জিসিএইচকিউ বিভিন্ন অনলাইন নিরাপত্তা প্রটোকল সফলভাবে ডিকোড করে। এমনকি তারা কিছু সংখ্যক ইন্টারনেট প্রতিষ্ঠানের নিরাপত্তাব্যবস্থার প্রবেশাধিকার এনএসএর মতো বেশকিছু এজেন্সির হাতে দেওয়ার পরামর্শও দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।
কোনো এনক্রিপ্টেড ডেটা ডিকোড করা বেশ সময়সাপেক্ষ কাজ। আর তাই, যুক্তরাষ্ট্রের এনএসএ এবং যুক্তরাজ্যের জিসিএইচকিউ ডিকোডের কাজে সুপারকম্পিউটার ব্যবহার করেছে। তারা বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানকে বাধ্য করেছে তাদের নিরাপত্তাব্যবস্থায় সফটওয়্যার ইনস্টল করতে, যাতে তারা সহজেই তথ্য পেতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।