আমি পার্থিব বাস্তবতায় অস্থির, অপার্থিব স্বপ্নপায়ী কেউ একজন . . .
অপূর্ব একটা দুশ্চিন্তা :
আনিলা বেশ অস্থির হয়ে পায়চারি করছে। ওর হাতটাও কাঁপছে একটু একটু। খবরটা দেখার পর পা-এর নিচ থেকে মাটি সরে গিয়েছিল ওর। দৌড়ে গিয়ে তক্ষুনি ফোন করেছে রায়হানকে... একেকটা রিং হচ্ছে আর আনিলা ভাবছে ...এখনো ধরে না কেনো ফোনটা ! ...রায়হানের কন্ঠ শুনতেই প্রায় আর্তনাদ করে বলে ওঠে..."তুমি কোথায় বলোতো ?" রায়হান মেয়েটার অস্থিরতায় মজা পেয়ে বলে..."কেন বলোতো ?" আনিলা রেগে যায় এবার..."খবর পাওনি! উফ্! কথা না বাড়িয়ে বলো তুমি কোথায় ?" রায়হান অবাক..."কি খবর ? তুমি ঠিক আছো তো ?" আনিলা বলে..."এবার যদি না বলো তুমি কোথায় তাহলে আমি এক্ষুনি বাসা থেকে বের হয়ে তোমার অফিস চলে আসবো!" রায়হান বলে..."দরজা খোলো..তোমার আসতে হবে না..আমি-ই চলে এসেছি!" আনিলা হুরমার করে দরজা খুলে দেয়! রায়হান বলে..."হয়েছে টা কি ?" আনিলা কাঁপা গলায় বলে..."তোমার অফিস এর পাশে বম্ব ব্লাস্ট হয়েছে। " রায়হান হাল্কা করে ওর কপাল ছুঁয়ে বলে..."আমি ভাল আছি তো! এখন তো ঠিক হও!" আনিলা ওর বুকে মাথা রাখে, এতক্ষণের আটকে থাকা পানিগুলো চোখ থেকে টপটপ করে ঝড়ে পড়ে।
উপরের কাহিনীটার মধ্য মিষ্টি একটা ভাব আছে। কিন্তু আমার মনে হয়, সব মানুষের মধ্য বাস্তবতা আর আবেগ নানা অনুপাতে থাকে। আবেগ দিয়ে আর বাস্তবতা দিয়ে যেকোন ঘটনাকে-ই দু'ভাবে ব্যখ্যা করা যায়। ঠিক যেমন এই ওপরের ঘটনাটা...আবেগতাড়িত মানুষ বল্বে.."কি সুন্দর ভালবাসা!" আর বাস্তববাদীরা বল্বে..."এটা মেয়েটা যা করেছে তা নিজের স্বার্থ দেখে-ই করেছে! কারন, তার husband তার আশ্রয় হিসেবে ভূমিকা পালন করে। " যে যাই বলুক আমার মনে হয় কিছু সময় আসে যখন বেশ বাস্তববাদী মানুষদের মধ্য-ও আবেগ চলে আসে।
তখন সত্যি-ই কোন স্বার্থ কাজ করে না।
অনেক কথা বলে ফেল্লাম ( সময় থাকলে যা হয়! হঠাৎ করে বেশ romantic লাগছে ) এবার একটা কবিতা লিখে ফেলি...
- অপার্থিব -
শোনো !
তোমার কাছে যা চাই... পারবে তুমি দিতে ?
এই চেনা-জানা রংহীন পৃথিবী... পারবে বদলে দিতে ??
জ্যোৎস্নার লন্ঠনে পথ চিনে আমার একটু কাছে বসো
তারার ঝকমকে কারুকাজ দেখে মিষ্টি একটু হাসো ...
আমি আকন্ঠ ভরে নেবো ঝলমলে স্মৃতি পান করে
কতদূর মায়াবী পথ হেটে যাব... তোমার হাত ধরে।
সে পথে থাকবে কুয়াশার রন্ধ্র...
আর থাকবে তোমার হাতের মাতাল গন্ধ !
স্বপ্ন-মায়ায় বিভোর হয়ে যাবো তখন আমরা...
আমাদের খুশিতে জ্বলে উঠবে হাজার সন্ধ্যাতারা !
রূপালি আকাশটাকে লজ্জায় রাঙিয়ে দিয়ে,
অপার্থিব সে জীবনটাকে হাতের মুঠোয় নিয়ে,
ফিরে আসি আবারো কালো ক্ষমতার ভিড়ে
এই নোংরা-অলীক দ্বিধা-দ্বন্দের নীরে।
কিন্তু জানো ?
মুঠো খুললেই পাই সেই ঝিকমিক গন্ধ!
বেঁচে থাকার জন্য আমার -
...................................অপূর্ব ও একমাত্র মন্ত্র। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।