আমাদের কথা খুঁজে নিন

   

জীবন সত্য ও নন্দন তত্ত্ব



জীবন সত্য ও নন্দন তত্ত্ব ১৬ ই এপ্রিল, ২০০৮ রাত ৩:০২ জীবন এক জটিলতম অধ্যায় মানুষের জীবনের। *জীবনকে সাজাতে গেলে প্রয়োজন নানান অ্যাসেন্স। যাকে মোস্তফা মনোয়ার স্যার বলেন নন্দন তত্ত্ব। তার মতে যার প্রয়োজন নেই সেটাই সুন্দর। লিপস্টিক খাওয়া যায় না, পেটভরে না, সেটাই সুন্দর! বইয়ের মলাট সুন্দর।

দেখাগেছে আমাদের জীবনে সবচে সুন্দর জিনিসটাই সবচে বেশি অপ্রয়োজনীয়। কিন্তু আমার উদ্দেশ্য এসব বলা নয়। আমি চাই কিছু জীবনসত্যকে তুলে ধরতে; যা একদিকে জীবনের সত্যতম দিক আবার নন্দনেরও দিক। যদি বলি যে মানুষ মারা যায় এটাতো খুবই বেদনার, করুণ ঘটনা অথচ এই মৃত্যূও হতেপারে মানুষের আনন্দের উৎস। যেমন ট্রাজেডি! ট্রাজেডি ফিল্ম বা নাটকগুলো আমরা দেখি, কষ্ট পাই অথচ তবু দেখি, চোখ ভিজে যায় দুখে অথচ আনন্দও কম নয়।

এ আনন্দে নাকি ঐশ্বর্য আছে। তাইতো সালমানের টেরে নাম এতো হিট করে। মাইকেল বেঁচে আছে আজও। শেক্সপিয়র আজও গুরু সবার সগৌরবে। আমার উদ্দেশ্য আমি এখনও ক্লিয়ারলি বলতে পারিনি।

আমি বলতে চাই, যে জীবনের সব কিন্তু সাহিত্য নয়, কারণ তাতে অনান্দনিক ব্যাপার থাকে। জীবনসত্যের সঙ্গে যখন যোগ হয় নন্দনতত্ত্ব তখনই সেটা শিল্প হয়ে ওঠে। জীবনের সেইসব ঘটনাই স্থান পেতে পারে এই ব্লগে। দয়াকরে যারা মন্তব্য করবেন না- ১. যা খুশি তাই বলি টাইপের লোকেরা। ২.গালাগাল দেওয়ার বদভ্যেস আছে যাদের ৩.নিজেদের বিশেষ ভাবধারার মনে করেন যারা।

৪. রাজনীতিতে সক্রিয় আছেন যারা। ৫.খোঁচানোর ইচ্ছাপোষণ করেন যারা। ৬.অগভীর হালকা চটুল বাক্য বা ভাষা ব্যবহার করেন যারা। ৭. সবটা না পড়ে মন্তব্য করেন যারা। মন্তব্য করবেন তারাই ১. যারা গভীর অভিনিবেশসহ লেখা পড়েন ২. যারা সত্য-সঠিক-সুচিন্তিত মন্তব্য করার ইচ্ছা রাখেন।

৩. যারা তেল নয় বাঁশ নয়, দুর্মুখ সমালোচক, তারা। ৪. যুক্তিপূর্ণ তর্ক ভালোবাসেন যারা। ৫.দেশপ্রেমের নজির রেখেছেন যারা। ৬.যারা একান্তই সাহিত্যরসাস্বাদনে ব্লগে আসেন তারা। ৭.সৃজনশীল, মানবপ্রেমি, বন্ধুপ্রিয় এবং গভীর চিন্তাশীল যারা।

তারা দয়াকরে ব্লগে ঢুকবেন এবং যেখানে আপনার অসঙ্গতি মনে হবে তা নিয়ে সমালোচনা করবেন। এইক্ষেত্রে ইমপ্রেশনিস্টিক ক্রিটিসিজমও সাদরে গ্রহণীয়। আশাকরি ভুলবুঝতে চেষ্টা করবেন না কেউ। এই আবেদন রেখে আমার জীবনের প্রথম সা.ইন ব্লগ এর সূচনার সমাপ্তি টানছি... সবাই ভালো থাকুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.