জীবনের মাঝারি অধ্যায় নিয়ে
লিখছেন ছদ্মনামে কবি জুরাসিক বন্দ্যোপাধ্যায়
বোশেখে যদি কেউ খেউ খেউ করে
কেউ নাই! কেউ নাই! চিৎকারে
তাকে বলে দিই
ব্যথাগুলো হাল্কা বাদামি হলে
আঁচ কমিয়ে ঢেলে দিন
পুরনো সুদিনের রসনা
ওহ না! তার আগে
তাড়াবেন মনে করে
স্লিভলেস বাসনা
এরপর রুচিমতো উপুড় করে
এক কাপ আশার বাটা নেড়েচেড়ে
পুড়বেন না যেন!
গোপনে গোপনে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।