একদিন দুই দৈত্য একটা বড়শি কুড়িয়ে পেল। বড়শি পেয়ে তারা মহা চিন্তিত। এটা কি, এটা কোথা থেকে এল এমন নানান প্রশ্ন তাদের মনে। একজন বলল, এটা কি জানস? এটা একটা বড়শি। অন্যজন বলল, দুর এটা হলো গিয়া তড়শি।
এ নিয়ে দুজনের মহা হট্টগোল। । এসময় একজন মানুষ ঐপথ দিয়ে যাচ্ছিল। তাদের দেখে তো মানুষটি পালাতে চাইল। কিন্তু দৈত্য দুজন পালিয়ে যাবার আগেই তাকে ধরে ফেলল।
মানুষটির ভাবল, তার প্রাণ এবার যাবে। কিন্তু দৈত্যরা তাকে বড়শিটি দেখিয়ে প্রশ্ন করল, কও তো এডার নাম কি? মানুষটি পড়ল মহা বিপদে। সে মিন মিন করতে লাগল। এক দৈত্য বলল, আমি কইছি এডা বড়শি। আরেকজন বলল, না এডার নাম তড়শি।
তুমি কও কার কথা সত্যি। মানুষটি ভাবল, যদি সে বলে এটা বড়শি তবে অন্যজন তাকে মেরে ফেলবে, আবার তড়শি বললেও একই অবস্থা হবে। সে বুদ্ধি করে বলল, এটা বড়শিও না তড়শিও না। এটা হচ্ছে , লাজে লোহা বাঁকা।
*আমাদের বর্তমান অবস্থাও দাঁড়িয়েছে এরকম।
দুই দৈত্যের হাতে পড়ে আমাদের উত্তরটা কী?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।