আমাদের কথা খুঁজে নিন

   

একটা টাইম মেশিন না হলে আর চলছেনা (উৎসর্গঃ রাশেদ ও এস্কিমো)

reaz.shahed@gmail.com

[ ব্লগাররা যারা এস্কিমো-রাশেদের আনব্যানের দাবীতে প্রোফাইল ইমেজ পরিবর্তন করেছিলেন তাদেরকে তা সরিয়ে নেয়ার অনুরোধ জানাই ] অবশেষে আরো একটি চক্র পূর্ণ হলো। কিছু কুলাঙ্গারের সৌজন্যে প্রাপ্ত মুক্তিযুদ্ধবিরোধী পোস্টের প্রতিবাদ করি আমরা সবাই + মডারেটররা তথাকথিত নিরপেক্ষতার চাদর মুড়ি দিয়ে কুম্ভকর্ণের মতো ঘুমিয়ে থাকেন + ফলে একের পর এক আবর্জনাময় পোস্ট এসে সামহোয়্যারইনব্লগের শোভা মারাত্মকভাবে বৃদ্ধি করতে থাকে + আমাদের অনেকে ধৈর্য্য হারিয়ে নরকের কীটগুলোকে আসল নামে সম্বোধন করে + ব্লগপরিবেশ নষ্ট করার দায়ে আমাদের দুয়েকজনকে বলির পাঁঠা বানিয়ে কিছুদিন নিষিদ্ধ করে রাখা হয় + কারাভোগ শেষে তারা আবার আমাদের মাঝে ফিরে আসে + কিছু কুলাঙ্গারের সৌজন্যে প্রাপ্ত মুক্তিযুদ্ধবিরোধী পোস্টের প্রতিবাদ করি আমরা সবাই + ... = সংক্ষেপে এই হলো আমাদের প্রিয় সামহোয়্যারইনব্লগের জীবনচক্র। কিভাবে কিভাবে জানি আমাদের দেশে একটা বোধহীন প্রজন্মের জন্ম হয়ে গেছে; মুক্তিযুদ্ধ না হলে এরা আজকে কোথায় থাকতো তার ঠিকঠিকানা নেই অথচ মুক্তিযুদ্ধের বিরুদ্ধাচরণকারী ঘাতকদের প্রতি এদের মমতা সীমাহীন। আমরা ধরে নিচ্ছি নিশ্চয়ই কোথাও কোন গন্ডগোল হয়েছে; নাহলে কোন মানুষের এতোটা বিকৃতির স্বীকার হওয়ার কথাতো নয়! একটা টাইম মেশিন না হলে তাই আর চলছেনা। এদের সবাইকে মেশিনটার ভেতর ভরে পাঠিয়ে দিতে হবে সেই নয়টি অবিস্মরণীয় মাসের উত্তাল দিনগুলোতে; প্রতিটা মুহূর্ত নিজের চোখে দেখে শিখে আসুক ইতিহাস কাকে বলে কতো প্রকার কী কী। একমাত্র তাহলেই যদি ব্লগের এই চক্রটা ভাঙ্গা যায়! সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ সেইখানে গিয়া তাহারা দেশপ্রেমিক আলবদর বাহিনীতে যোগদান করিয়া ফেলিতে পারে। সেইক্ষেত্রে ধরিয়া লইতে হইবে ইহারা সংশোধনের অযোগ্যই ছিল; আমরা শুধু সেইটা উপলব্ধি করিতে ব্যর্থ হইয়াছিলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.