আমাদের কথা খুঁজে নিন

   

দোলে মন দোলে আকরণ হরষে

এই পৃথিবীর সব কিছুই পাতানো, কলকাঠি নাড়ছে....... একজন; শুধুই একজন।

মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকরণ হরষে। হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায় বাজে অলখিত তারি চরণে রুনুরুনু রুনুরুনু নুপুরধ্বনি। গোপন স্বপনে ছাইল, অপরশ আঁচলের নব নীলিমা।

উড়ে যায় বাদলের এই বাতাসে তাঁর ছায়াময় এলো কেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলি জল-ভেজা কেতকীর দূর সুবাসে। মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো, দোলে মন দোলে আকরণ হরষে। হৃদয়গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। ।

___________________________ কয়েকদিন ধরে গানটি তোলার চেষ্টা করছি। অপরিপক্ক গায়ক বিধায় অহেতুক কষ্ট করছি। অকারণ গানটির কথা পোষ্ট দিলাম। শোনার জন্য লিংক দিলাম। __________________________ মোর ভাবনারে কী হাওয়ায় মাতালো


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।