আমাদের কথা খুঁজে নিন

   

তুহিন সমদ্দার এর গল্পপাঠ



গ্রন্থ: সোমপ্রকাশ বাড়িতে নেই। পাঠ-২০০৬। গল্পসমূহ: বৃত্ত, অশেষ প্রপাত, ডেঙ্গু, ডিম, সোমপ্রকাশ বাড়িতে নেই, কৃষ্ণবিবর, প্রাকৃতিক জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি। তুহিন সমদ্দারকে নব্বইয়ের প্রতিভাবান গল্পকার মনে হল। তার গল্প পড়ার একটা মানবিক কষ্ট পর নিজের ভেতর ছড়িয়ে পড়ে।

এক ধরণের স্যরটায়ারধর্মী গদ্যশৈলী দিয়ে তিনি পাঠককে মোহগ্রস্ত রাখেন। সোমপ্রকাশ বাড়িতে নেই তাঁর প্রথম গল্পগ্রন্থ। গ্রন্থের নামগল্পটিতে একট আপাত সরল অথচ জটিল চরিত্রকে তাঁর রচনাশৈলী দিয়ে টেনে নিয়ে গেছেন। গল্প বিস্তৃত হয় কেন্দ্রীয় চরিত্রের পাশাপাশি আরো নানা চরিত্রের বিকশিত হবার মধ্য দিয়ে। একজন ক্যাকটাসপ্রেমী যুবকের কাহিনী গল্প ধারণ করেছে, যে কিনা প্রথম যৌবনে কিশোরী ইথিকার প্রেমে পড়েছিল।

যার সাথে স্বপ্নে কিংবা বাস্তবে কোনো মিল হয়নি, অথচ হঠাৎ করে আত্মহত্যা করে বসা কিশোরীর সমস্ত দায়ভার তার উপর চাপে। তেথলে যাওয়া বাম চেখের বিনিময়ে উদ্ধার পায়। এরপর কী হয় তার বিররণও পঠক এই গল্পপাঠে পেয়ে যায়। এই লোকের একটা গল্পও আর চোখে পড়েনি আমার। এখন মনে হয় লেখেজোকায় নেই।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.