সামু ব্লগ ভালবাসি। নিয়মিত ব্লগ পড়ি। সুপ্রিম কোর্টের আইনজীবী ড. তুহিন মালিকের গাড়িতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। আবারও টকশোতে অংশ নিলে হত্যার হুমকি দেয়া হয়েছে তাকে। এ ঘটনায় তুহিন মালিক অক্ষত থাকলেও তার গাড়িচালককে মারধর করে গুরুতর আহত করা হয়।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে টকশো চলাকালে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে ড. তুহিন মালিক মানবজমিনকে বলেন, গত রাতে দুটি বেসরকারি চ্যানেলে টকশোতে অংশ নিয়েছিলাম। প্রথমে চ্যানেল আই’র ‘তৃতীয় মাত্রা’য় অংশ নেই। এরপর রাত ১১টার দিকে আরটিভির ‘আওয়ার ডেমোক্রেসি’ নামে আরেকটি টকশোতে অংশ নিতে যাই। এ সময় আমার গাড়িটি আরটিভি ভবনের পশ্চিম দিকে মেইন রোডে রাখা ছিল।
ঠিক সাড়ে ১১টার দিকে সিলভার রঙের একটি মাইক্রোবাসে করে চারজন লোক এসে আমার গাড়িচালককে গাড়ির গ্লাস খুলতে বলে। তখন চালক গ্লাস একটু খুললে তাদের একজন জিজ্ঞাসা করে এটা কি ড. তুহিন মালিকের গাড়ি। চালক হ্যাঁ বললে একজন শটগান ঠেকিয়ে গাড়ি থেকে বের হতে বলে। চালক গাড়ি থেকে বের হলে তারা মারধর শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা চালককে বলে, ‘টকশোতে বড় বড় কথা বলে, বড় বড় কথা শিখছে, আবার টকশোতে গেলে গুলি করে মেরে ফেলবো।
তোরে ছাইড়া দিলাম, তুই জানাই দিস’। সন্ত্রাসীদের হাতে অস্ত্র ছিল। আরটিভির টকশো শেষ হওয়ার পর তুহিন মালিক এ ঘটনা জানতে পারেন। পরে আরটিভি কর্তৃপক্ষ তাকে বাসায় পৌঁছে দেন।
এ ঘটনায় তিনি রাজধানীর তেজগাঁও থানায় একটি জিডি করেছেন।
এছাড়া পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।