আমাদের কথা খুঁজে নিন

   

আমি পুরান পাপী।

সবার ১২ টা বাজাইতে আমি সদাপ্রস্তুত মাগার নিজের টা বাজতে এখনো কিছু বাকি আচে। ওটুকু আর বাজবে না। হা হা হা হা

আমি পুরান পাপী। আমারে চিনার চেষ্টা না করাই ভালা। আমি কাউরে মাইনাস দিমু না, আবার সত্য কথা কইতে খারাপ বোধ করমু না।

যা সত্য তাই কমু। কাউরে তেল দিমুনা, ভালা মানুষের মুখোশ পরমু না, ভালা সাজার জন্য কারো আজাইরা আলাপে আজাইরা কথা কমু না। এই যেমন "সুন্দর হইছে", "ভালো লাগলো"...........হাবিজাবি। আমারে চিনার চেষ্টা না করাই ভালা। আমি কাউরে মাইনাস দিমু না, আবার সত্য কথা কইতে খারাপ বোধ করমু না।

যা সত্য তাই কমু। কাউরে তেল দিমুনা, ভালা মানুষের মুখোশ পরমু না, ভালা সাজার জন্য কারো আজাইরা আলাপে আজাইরা কথা কমু না। এই যেমন "সুন্দর হইছে", "ভালো লাগলো"...........হাবিজাবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।