আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট চলছে

সাভারে ভবনধসের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। তবে এইচএসসি পরীক্ষা এ ধর্মঘটের আওতামুক্ত আছে।
সকাল ছয়টার দিকে ধর্মঘট ডাকা সংগঠনগুলোর নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে গিয়ে বিপাকে পড়েন।


ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ধর্মঘটের কারণে ক্লাস ও পরীক্ষা হয়নি।
ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ প্রথম আলো ডটকমকে বলেন, স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ধর্মঘট চলছে। এই ধর্মঘটে শিক্ষার্থীদের সমর্থন আছে। শিক্ষকদের একাংশও ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে ক্লাস-পরীক্ষা নেননি।
প্রগতিশীল ছাত্রজোটের দাবিগুলো হলো রানা প্লাজার মালিক ও ওই ভবনে অবস্থিত গার্মেন্টস মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, হতাহত শ্রমিকদের প্রকৃত তালিকা প্রকাশ করা, নিহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা, কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.