সাভারে ভবনধসের ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তিসহ পাঁচ দফা দাবিতে আজ মঙ্গলবার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ধর্মঘট পালন করছে প্রগতিশীল ছাত্রজোট। তবে এইচএসসি পরীক্ষা এ ধর্মঘটের আওতামুক্ত আছে।
সকাল ছয়টার দিকে ধর্মঘট ডাকা সংগঠনগুলোর নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের প্রতিটি ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। এতে বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে গিয়ে বিপাকে পড়েন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আজ ধর্মঘটের কারণে ক্লাস ও পরীক্ষা হয়নি।
ছাত্র ইউনিয়নের সভাপতি এস এম শুভ প্রথম আলো ডটকমকে বলেন, স্বতঃস্ফূর্তভাবে ছাত্র ধর্মঘট চলছে। এই ধর্মঘটে শিক্ষার্থীদের সমর্থন আছে। শিক্ষকদের একাংশও ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়ে ক্লাস-পরীক্ষা নেননি।
প্রগতিশীল ছাত্রজোটের দাবিগুলো হলো রানা প্লাজার মালিক ও ওই ভবনে অবস্থিত গার্মেন্টস মালিকদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, হতাহত শ্রমিকদের প্রকৃত তালিকা প্রকাশ করা, নিহত শ্রমিকদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করা, কর্মস্থলে শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন করা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।