অনেক কষ্ট করে দমফাটা হাসি ঠেকাচ্ছি। অনেকক্ষণ চেষ্টা করেও পারলাম না হাসি ঠেকাতে। আজকে হটাৎ দেখি বইমেলা সুপারহিট। অন্যদিন মেরেকেটে দেড় দুশো ভিজিটর থাকেনা আজকে এক্কারে সাতশ ছাড়াচ্ছে। সন্দেহ হল ক্যাচাল নিশ্চই লেগেছে কোথাও।
ঘাটাঘাটি করতেই দেখলাম আনন্দবাজার পত্রিকা থেকে গণহারে হিট আসছে। তাজ্জব ব্যাপার। আনন্দবাজারের ওয়েবে গিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে রহস্য উদঘাটন হল।
কোলকাতায় মনে হয় তেনাদের বইমেলা চলছে। তাই নিয়ে বড়মাপের খবর ছাপা হয়েছে।
আর তাতে লিঙ্ক সহকারে আমার সাইটকে অফিশিয়াল ওয়েবসাইট বানিয়ে দেয়া হয়েছে। তারছিড়া আর কত রকমের হতে পারে। দাদাদের বানানরীতি নিয়ে অনেকরেই খোঁচাইতে দেখতাম এখন দেখি খবরাখবরেও ল্যাজেগোবরে।
যাউগগা, স্ক্রীনশট আর লিঙ্ক দিয়া দিলাম। কেউ চাইলে ঘুইরা আসবার পারেন।
বাংলা একাডেমীরে একশ একবার ট্রাই কইরাও পাওয়া যায় নাই, বইমেলার সময় বইয়ের এই সাইটরে প্রোমট করার জন্য, উলটা ভুবন ডট কম নামে এক ফাওল সাইটরে অফিশিয়াল ওয়েব পার্টনার বানায়ে রাখসিল এই বছর। গেঁয়ো যোগী ভিখ পায়না প্রবাদখান পুরান মাগার এখনো ইফেক্টিভ।
আনন্দবাজারের লিঙ্ক, এরাও প্রথম আলোর মত লিঙ্ক হারায়ে ফেলে কিনা জানিনা
http://www.anandabazar.com/7cal2.htm
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।