..
আমি ১০ টি তালিকা দিলাম, আর একটু পরিবর্তিত কেমন সামহয়্যার ইন ব্লগ দেখতে চাই সে সংক্রান্ত। এটা আমার একান্ত ব্যাক্তিগত অভিমত, এই অভিমতের বাস্তবায়নের দ্বিমত অথবা টেকনিক্যান সমস্যা ও থাকতে পরে। ব্লগের বন্ধুরা আপনারা যারা নিয়মিত বা অনিয়মিত ব্লগ লিখেন তাদের পর্যবেক্ষণ এখানে দিতে পারেন। আর সামহয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষকে অনুরোধ করবো আমাদের মতামত গুলো পর্যালচনা করে আমাদের আরও উপযোগী একটা প্লাটফর্ম তৈরী করতে।
১. কমেন্টে বানান ভুল হলে বা মন্তব্যের বিষয় বস্তু পরিবর্তন করতে চাইলে মন্তব্য এডিট করার অপশন দরকার।
২. ছবি আপলোডের পদ্ধতি আর একটু দ্রুত ও সহজ চাই।
৩. এন্ডোয়েড ফেনের জন্য অফিসিয়াল এপস্ চাই।
৪. কেউ আমার পোস্টে কমেন্ট করলে/ আমার কোন কমেন্টের উত্তর পেলে এপস্ এর মাধ্যমে/ ফেসবুকের মত আইকনিক নোটিফিকেশন চাই।
৫. নিজের করা মন্তব্য মুছে দেওয়ার সুযোগ চাই। (তবে এর জন্য আলাদা লগ থাকতে পারে)
৬. প্রিয় ব্লগারদের ব্লগে যাওয়ার জন্য কুইক লিঙ্ক চাই।
(প্রিয় পোস্ট ব্যতিত)
৭. প্রিয় ব্লগার কোন পোস্ট করলে তার নোটিফিকেশন চাই।
৮. নিজ নিক নিজে থেকে একটিভ/ ডিএকটিভ করার সুযোগ চাই।
৯. ব্লগারদের জন্য এক ধরনের রেটিং চাই। (যে রেটিং ব্লগারদের সুস্থ রুচির পরিচয় দিবে)
১০. অযৌক্তিক রি-পোস্ট বাতিল চাই।
সবাইকে ধন্যবাদ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।