এক শিশুকে ধর্ষণের অভিযোগে ধর্ষকের পরিবারকে এক হাজার টাকা জরিমানা করেছে সিদ্ধিরগঞ্জ থানা কমিউনিটি পুলিশের সদস্য। কমিউনিটি পুলিশ সদস্যের ডাকা শালিশী বৈঠকে ধর্ষকের ভাইকে করা হয়েছে ১০০ ঘা জুতা পেটা। ঘটনাটি নিয়ে বড়াবাড়ি বা মামলা না করতে বলে দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। ধর্ষিতার পরিবারকে দেয়া হয় হুমকি। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
সিদ্ধিরগঞ্জের নয়আটি মুক্তিনগর এলাকার জনৈক আব্দুল খালেকের ভাড়াটিয়া গ্রার্মেন্টস কমর্ী মোহাম্মদ আলীর পাঁচ বছরের শিশু কন্যাকে একই বাড়ির ভাড়াটিয়া ইব্রাহীম শনিবার রাত ১০টায় বাড়ির ছাদে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি এসে কান্নাকাটি করে ঘটনাটি তার নানী মালঞ্চ বেগমকে জানায়। এ ঘটনাটি জানাজানি হয়ে পড়লে এরাকাবাসী ভীড় জমায় ঐ বাড়িতে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার সহকারী দারোগা আজহার ঘটনাস্থলে যায়। তবে এর পূর্বে বাড়ির মালিক আব্দুল খালেক ধর্ষক ইব্রাহীমকে পালিয়ে যেতে সহায়তা করে।
এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জ থানার সহকারী দারোগা আজহার ঘটনাস্থলে এসে ধর্ষিতার বাবা মোহাম্মদ আলীকে থানায় নিয়ে যায়। তবে এ ঘটনায় পুলিশ কোন কার্যকর ভূমিকা পালন করেনি বলে এলাকাবাসী অভিযোগ করে। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে সিদ্ধিরঞ্জ থানার কমিউনিটি পুলিশ ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সোর্স কুদ্দুস মোল্লা মঙ্গলবার রাতে শালিক ডাকে। ঐ শালীশে ধর্ষকের পরিবারকে এক হাজার টাকা জরিমানা করে সিদ্ধিরগঞ্জ থানার কমিউনিটি পুলিশ সদস্য কুদ্দুস মোল্লা শালীশি বৈঠকে ধর্ষক ইব্রাহীমকে না পেয়ে ধর্ষক ইব্রাহীমের ভাই হালিমকে ১০০টি জুতা পেটা করা হয়।
এ ব্যাপারে মোবাইল ফোনে কুদ্দুস মোল্লা জানায়, ধর্ষিতার পরিবার মামলা করতে চাচ্ছে না।
তাই আমরা ধর্ষিতার পরিবারকে এক হাজার টাকা জরিমানা নিয়ে দিয়েছি। ধর্ষক ইব্রাহীমকে না পেয়ে তার ভাই হালিমকে ১০০টি জুতা পেটা করে শাস্তি দিয়েছি। ধর্ষকের বাড়ির মালিক আব্দুল খালেকসহ প্রভাবশালী ব্যক্তিরা এ ঘটনায় মামলা বা কোন প্রকার বাড়াবড়ি না করার জন্য ধর্ষিতার পরিবারের ওপর চাপ সৃষ্টি করতে থাকে বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি সাংবাদিকদের জানায়, এ ঘটনায় কেউ আমাদের কাছে অভিযোগ করেনি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা এলাকায় সুমাইয়া আক্তার মিতালী (৭) কে চার নরপিশাষ ধর্ষণ শেষে হত্যা করে। এ ঘটনায় পুলিশ দুই ধর্ষককে গ্রেফতার করতে পারলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত গত ১৪ দিনেরও বাকিদেরকে গ্রেফতার করতে পারেনি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।