আমাদের কথা খুঁজে নিন

   

সিদ্ধিরগঞ্জে আওয়ামী লীগ নেতাকে অপহরণ, বিএনপি সম্পাদককে মারধর

নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইসমাইল হোসেন নামে এক আওয়ামী লীগ নেতাকে অপরহণের অভিযোগ উঠেছে। ওই সময়ে একই গাড়িতে থাকা বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম হিরণকে মারধর করা হয়েছে। শুক্রবার রাত ৮টায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ধনু হাজী রোড এলাকায় এ ঘটনা ঘটে।

শনিবার বিকেলে এ ঘটনায় ইসমাইল হোসেনের ভাই আবদুল মান্নান বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়েছেন।

আবদুল মান্নান জানান, রাত ৮টায় ইসমাইল হোসেন ও তার বন্ধু হিরণ মিলে একটি নোয়া গাড়িতে করে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় যাওয়ার পথে ধনু হাজী রোড এলাকায় মহাসড়কে একটি হাইস গাড়ি দিয়ে ব্যারিকেড দেওয়া হয়।

পরে ওই গাড়ি থেকে সাত-আটজন অস্ত্রধারী যুবক নেমে জোর করে ইসমাইল হোসেনকে গাড়িতে উঠিয়ে চলে যায়। আর হিরণ বাধা দিলে তাকে বেধড়ক মারধর করে এবং চালক ও তার মোবাইল ফোন, গাড়ির চাবি ছিনিয়ে নেয়।

ইসমাইল হোসেন সোনারগাঁওয়ের কাঁচপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। মাজহারুল ইসলাম হিরণ বন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং ইসমাইলের বাল্য বন্ধু বলে জানান মান্নান।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান বলেন, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.