ভালোবাসার ঊর্বশী বুকে লেখা আছে এক নাম- সে আমার দেশ, আলগ্ন সুন্দর ভূমি- বিমূর্ত অঙ্গনে প্রতিদিন প্রতিরাত জেগে ওঠে তার উদ্ভাসিত মুখ
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
ভাঁড়ারে জমবে কিছু পাণ্ডুলিপি, সুর না করা শতেক গান।
প্রচারসর্বস্ব বেনিয়ার হাতে হোক সাহিত্যের দিনলিপি
বাস্তবতাবোধশূন্য বোহেমিয়ান পাঠক খুলুক উপন্যাসের পাতা
উচ্চপাঠ এতোসব কিছু হবে না আমার, নির্ঘাত কিচ্ছু না
প্রতিদিনকার দিনলিপিটা আমার ইন্টারনেটে থাকবে ঝুলে
অন্তর্মুখী অন্তর্জালে আমি রইবো পড়ে একা।
দেখো কলামে, নিবন্ধে গোষ্ঠিবদ্ধ দাঁতাল শূয়োর করে ঘোঁত ঘোঁত
সম্পাদক পড়ে না লেখা নতুন লেখকের
কবিতা বা গল্প পাঠানো এখন হতাশাগ্রস্তের খইভাজা দিন!
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না
আজ আর লিখবো না কিছু-
তার চেয়ে শুনবো বরং শাহ আব্দুল করিমের গান
...আমি কুলহারা কলঙ্কিনী
আমরে ছুঁইও না তোমরা সজনী...
০৬.০৩.২০০৮
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।