আমার বন্ধুমানুষ। রাজীব আশরাফ কিছু শর্টফিল্ম করেছে। আমার কাছে তার কাজ ভালো লাগে। তার কিছু তৈরি করা শর্টফিল্ম হলো"আমি,জলচর,বিস্ময়,এ্যকুরিয়াম"।
সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় ভাস্কর্য বিভাগে পড়াশোনা করছে।
রাজীব একজন কবিও বটে। রাজীবের কিছু কবিতা অর্ণব তার লাস্ট এলবামে গান করেচিলো। হোক কলরব ও প্রকৃত জল খঁুজে বেড়াই-এ দুটো রাজীবের লেখা। বোধহয় আপনারা কেউকেউ ওর কবিতার সাথে পরিচিত বা গানদুটো শুনেছেন।
যাহোক রাজীবের এই শর্টফিল্মের নাম বিস্ময়।
লেংথ-একমিনিট ১৫ সেকেন্ড।
শর্টফিল্ম দেখার জন্য এখানে ক্লিক করুন-বিস্ময়
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।