আমি যা পারি :
পর্যাপ্ত সিগারেট খেতে
ননস্টপ, ননসেন্স আড্ডা দিতে
ঘুরে বেড়াতে
মানুষকে ভালোবাসতে (সুন্দরী নারীদের ক্ষেত্রে একটু পক্ষপাতিত্ব আছে)
গান শুনতে
বই পড়তে
জামা-কাপড় কিনতে
ঘরের জন্য অপ্রয়োজনিয় জিনিস কিনতে
মোটামুটি সুন্দর করে গুছিয়ে কথা বলতে এবং ইত্যাদি ইত্যাদি
আমি যা পারিনা :
মন খারাপ করতে
অন্যকে কষ্ট দিতে
রাজাকার, কুত্তা আর সাপকে ভালবাসতে
বিমান চালাতে
কোটিপতি হতে (এব্যপারে আমার চাহিদা সীমিত)
ভাল লিখতে
ভন্ডামি করতে
ব্লগের পোস্টে ছবি সংযুক্ত করতে (এজন্য ঘুড়ি উৎসবের লেখাটাও লিখছিনা, যদিও উৎসবের প্রচুর ছবি আমার কাছে আছে)
কবিতা ভালবাসতে এবং ইত্যাদি ইত্যাদি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।