আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আসলেই মনে হচ্ছে এক আলোচনা সর্বস্ব জাতি

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

খুব বেশী উদাহরণের প্রেয়োজন নেই......চোখ কান খোলা রাখলেই দেখা যায় ..শোনা যায় আর বোঝা তো খুবই সাধারণ বিষয়। দেড় বছর আগে এই ব্লগেই নিচের লিংকের লেখা টিতে বলতে চেয়েছিলামView this link আমরা কি একটা আলোচনা সর্বস্ব জাতিতে পারিণত হচ্ছিকিনা? আজ মনে হয়..বোধদয় হয় ...সে ভাবনা কতটা সত্য। টিভি খোলেন........কোন না কোন চ্যানেলেঅথবা এক সাথে একাধিক চ্যানেলেই সর্বদা আলোচনা অনুষ্ঠান হচ্ছেই। সবাই জানে ...অনেক অনেক....সবাই কত কিছু বোঝে..কত থিউরি..কত সমস্যা আর সমাধান সবার কণ্ঠে কণ্ঠে, তারপর ফলাফল কি খুব বেশী প্রাকটিক্যাল, কোন ভবিষ্যতের সুষ্ঠ পরিবর্তনের লক্ষ্য কি আসলেই পাওয়া যাবে? এইখানে একটু কম বুঝি। সব বিষয়ে ই আলোচনা.....এত জ্ঞান এই জাতির প্রাণে মনে আজ, ভালোই লাগে ভাবতে..কিন্তু তারপর.......... এইতো আজকে ক্রিকেট খেলায় এত বাজে পারফরমেন্সের পরে প্রেস কনফারেন্সে ও সেই আলোচনা ....দলনেতার কণ্ঠে সাফাই ঝড়....আবার বিজ্ঞ জনদের কণ্ঠে নানান বিশ্লেষন , সমালোচান।

কিন্তু যে খেলার ব্যাপার নিয়ে এই সব তার কি আদৌ কোন পরিবর্তন হয়েছে বা হচ্ছে। সন্দেহ হয়। পিচ ভালো হলেও আমাদের যে রান ..খারাপ হলেও সেই তাই। থিউরি ইস আনএপলিকেবল ফর এ টিম লাইক আস। কি আশ্চর্য! এতো গেরো কেবল খেলা..আ বাকী সর্ব বিষয় ....কত কত কথা..... ভয় হয়...সামনে এমন একটি জাতি আমার এই সোনার বাংরা কি দিচ্ছে উপহার...যারা কেবল আর কেবলই ...বলছে আর বলছে কথার পর কথা ...কাজ যেখানে স্থবির।

ঐ যে কোন এক মোবাইল কোম্পানীর অ্যাড এ দেখায় না.....এমন একটি জাতি কল্পনা করুন ..যেখানে সবাই নিশ্চুপ...কিন্তু পরে আবার বলে ..সেটা অসম্ভব...সবা কানে মোবাইল ....সবাই কেবল কথা বলে ...বাংগালী জাতির মত এত কথা আর কেউ বলে কিনা সন্দেহ হয়। ...মোবাইলের ব্যবসা তো তাই এ দেশেই এ লাভজনক। এই ব্লগেও দেখুন আমরা কাজে অকাজে বিষয় উপস্থাপন করছি এমন এমন যাতে আলোচনা বাড়ানো যায় আর বাড়ানো যায় কেবল ঝগড়া.... মহান স্বাধীনতার এই মাসে আমার আপন প্রশ্ন ---আমরা রক্তঝরানো স্বাধীনতার মাধ্যমে যে সোনার দেশ পেয়েছিলাম তা কি কেবল আলোচনা করার জন্যই নাকি একটা সুষ্ঠ সমাধান আর ফলপ্রশু প্রয়োগের মাধ্যমে সঠিক উন্নয়নের দ্বাররা সত্যিকার সোনার দেশ গড়ার জন্যই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।