ইমরোজ
সেদিন ভাইব নামক একটি ব্যান্ডের লিরিক পড়ছিলাম। তখন একটা নতুন শব্দ দৃষ্টি কাড়লো। শব্দটি হলো, গুণিন। অভিধানে বানানটি আবার গুনিন ও দেওয়া আছে। নিম্নে শব্দটির অর্থ দেওয়া হলো।
গুণিন, গুনিন- ওঝা; মন্ত্রতন্ত্রে বা তুকতাকে দক্ষ ব্যক্তি। যেমন, জানা অজানার গুণিন দেখে পরিহাসে।
সেদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে যাচ্ছিলাম। পর্যটনের হোটেলের উপরে সুন্দর করে লেখা, হোটেল অবকাশ। নিচে লেখা রেস্তোরাঁ ও বার।
রেস্তোরাঁ বানানটা আমি রেঁস্তোরা জানতাম। পরে অভিধানে দেখলাম আসল বানান হলো, রেস্তোরাঁ।
রেস্তোরাঁ একটি ফরাসি শব্দ।
রেস্তোরাঁ- চা কফি, খানা বা খাবারের দোকান।
আরেকটি বানান নিয়ে সংশয় ছিলো।
তা হলো, মূকাভিনয়। আমার ধারণা ছিল বানানটি হবে মুখাভিনয়।
শব্দটির গঠন, মূক+অভিনয়= মূকাভিনয়।
মূক- বাকশক্তি রহিত; বোবা; কথা বলতে পারে না এমন।
সাধারণত সবাই মূককে বোবা ডেকে থাকেন।
মূকের ব্যবহার অপ্রচলিত। শুধু নাটকের ক্ষেত্রে এবং কাগজে কলমে এর ব্যবহার রয়েছে। নাটকের একটা বিশেষ শাখা হচ্ছে মূকাভিনয়। কথা ছাড়া বিভিন্ন অঙ্গভঙ্গি করে যে অভিনয় করা হয় তা হলো মূকাভিনয়। কিন্তু এটা আবার প্রথাগত নাচ নয়।
(সূত্র: বাংলা একাডেমীর অভিধান। প্রথম প্রকাশ-১৯৯৬ সাল)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।